This Article is From Jul 03, 2018

ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, যোগিতা বালি এবং তাঁর পুত্রের কাছ থেকে ক্রমাগত মৃত্যুর হুমকিতে ভয় পেয়ে ওই মহিলা মুম্বাই থেকে দিল্লিতে চলে আসেন

ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে

মিঠুনের ছেলে মহাক্ষয়ের  বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ জানিয়ে বিচারের প্রার্থনা করেছিলেন অভিযোগকারিণী

নিউ দিল্লি:

ধর্ষণের অভিযোগ উঠল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের নামে। দিল্লির একটি আদালত মিঠুনের ছেলে মহাক্ষয় এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে এক মহিলার করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) গ্রহণ করার আদেশ দেন পুলিশকে। 

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একতা গৌবা বলেন, স্পষ্টতই মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালি এবং পুত্র মহাক্ষয়ের বিরুদ্ধে এফআইআর করার সঙ্গত কারণ রয়েছে। এই ব্যাপারে আইন অনুযায়ী যা যা করণীয়, তা করার নির্দেশ দেন তিনি পুলিশকে।

মিঠুনের ছেলে মহাক্ষয়ের  বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ জানিয়ে বিচারের প্রার্থনা করেছিলেন অভিযোগকারিণী। আদালত সেই অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশকে।


ওই মহিলা অভিযোগ করেন, যে সময় তিনি গর্ভবতী হয়ে পড়েন, ওই সময় মহাক্ষয় তাঁকে কয়েকটি ওষুধ দিয়ে গর্ভপাত করিয়ে নেন।

তাঁর অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, মিঠুনের স্ত্রী যোগিতা বালিও হুমকি দেন তাঁকে। অভিযোগ, যোগিতা বালি অভিযোগকারিণীকে বলেন, এই সম্পর্ক যদি তিনি আর এগিয়ে নিয়ে যান, তাহলে অত্যন্ত খারাপ পরিণতির মুখে পড়তে হবে তাঁকে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, যোগিতা বালি এবং তাঁর পুত্রের কাছ থেকে ক্রমাগত মৃত্যুর হুমকিতে ভয় পেয়ে ওই মহিলা মুম্বাই থেকে দিল্লিতে চলে আসেন।

ওই মহিলার করা অভিযোগটি গ্রহণ করে আদালত জানিয়েছে, যত শীঘ্র সম্ভব এই বিষয়ে পুলিশের তদন্ত শুরু করা দরকার। এছাড়া, তদন্তের সময় বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্র এবং স্ত্রী হওয়ার ফলে যে উচ্চ ও প্রভাবশালী পদমর্যাদা রয়েছে মহাক্ষয় ও যোগিতা বালির, তার দিকেও পুলিশকে লক্ষ রাখতে বলে আদালত। 

আদালত জানিয়েছে, আইন অনুযায়ী, ধর্ষণের মামলায় এফআইআর নথিভুক্ত করা বাঞ্ছনীয়।

"সমস্তদিক বিবেচনা করে আমার মনে হয়েছে, বর্তমান মামলাটিতে এফআইআর নথিভুক্ত করার যথেষ্ট প্রাসঙ্গিক কারণ রয়েছে", জানিয়েছে আদালত।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.