Read in English
This Article is From Jan 24, 2019

মন্দিরে জিন্স পরে প্রবেশ করা যায় না, বিতর্কিত মন্তব্য অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের

বিতর্কে জড়ালেন বাংলা ও হিন্দি ছবির প্রবীণ অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। মন্দিরে কী ধরনের পোশাক পড়া উচিত তা  নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি।

Advertisement
Kolkata

একজন মা হিসেবে ছোটদের এটুকু বলার অধিকার আমার আছে মন্তব্য অভিনেত্রীর।

Highlights

  • বিতর্কে জড়ালেন বাংলা ও হিন্দি ছবির প্রবীণ অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়
  • বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী বলেন, আপনি মন্দিরে জিন্স পরতে পারেন না
  • তিনি বলেন আমি প্রধানমন্ত্রীর অনুগামী তাই বিজেপিতে যুক্ত হয়েছি
কলকাতা:

বিতর্কে জড়ালেন বাংলা ও হিন্দি ছবির প্রবীণ অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। মন্দিরে কী ধরনের পোশাক পড়া উচিত তা নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি। তাঁর বক্তব্যের লক্ষ্য ছিলেন এক মহিলা সাংবাদিক। সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী বলেন, "আপনি  মন্দিরে জিন্স পরতে পারেন না। সালোওয়ার কামিজ,শাড়ি এমনকী, ঘাঘড়া চোলিও পরে আসতে পারেন, কিন্তু জিন্স না । সাংস্কৃতিক বিশেষত্বের জন্যই আমাদের পরিচয়। সেটা ভুলে গেলে চলবে না"।  এ ধরনের কথা কেন বলছেন, তার ব্যাখা দিয়ে ৭০ বছরের এই অভিনেত্রী বলেন, "আমি আপনার মায়ের মতো। আমার কথায় খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মন্দিরে এ ভাবে গেলে  সমস্যা  হবে। একজন মা হিসেবে ছোটদের এটুকু বলার অধিকার আমার আছে"।

বাংলা, অন্ধ্রে একা লড়ার ভাবনা কংগ্রেসের

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে লড়া মৌসুমিকে বিজেপি যোগ দেওয়া  নিয়ে  প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী, তাই বিজেপিতে যুক্ত হয়েছি"।

Advertisement

       

 

Advertisement
Advertisement