This Article is From Jan 19, 2020

শাবানা আজমির গাড়ির দুর্ঘটনার পরে চালকের নামে এফআইআর দায়ের

চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেত্রীর মাথায় চোট লেগেছে। সামান্য আঘাত লেগেছে মেরুদণ্ডেও। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শাবানা আজমির গাড়ির দুর্ঘটনার পরে চালকের নামে এফআইআর দায়ের

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় ঘটে শাবানা আজমির গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

মু্ম্বই:

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে করে আসার সময় শনিবার ওই দুর্ঘটনা (Shabana Azmi Accident) ঘটে। শাবানার গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চালকের নাম অমলেশ যোগেন্দ্র কামত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে ট্রাকটির পিছনে ধাক্কা মেরেছিল শাবান আজমির গাড়ি, সেই ট্রাক চালক রাজেশ পাণ্ডুরাং শিন্ডের অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর কপিতে বলা হয়েছে, চালকের ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর ফলে গাড়িটি গিয়ে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত ট্রাককে ধাক্কা মারে। তার ফলে ওই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরই দ্রুত আহত শাবানাকে ভর্তি করা হয় নবি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে। সেখান থেকে পরে তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ের আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। গাড়িতে শাবানার স্বামী বর্ষীয়ান গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতারও ছিলেন। তবে তাঁর চোট তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত Shabana Azmi

চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেত্রীর মাথায় চোট লেগেছে। সামান্য আঘাত লেগেছে মেরুদণ্ডেও। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানিয়েছেন, মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

.