This Article is From Dec 16, 2019

নাগরিকত্ব আইনের বিরোধিতায় হিংসার আশ্রয় না নেওয়ার আর্জি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

তৃণমূ‌ল কংগ্রেস ঘনিষ্ঠ কয়েকজন বুদ্ধিজীবীও এনআরসি-ক্যাব নিয়ে আন্দোলনের ক্ষেত্রে হিংসাকে বেছে না নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

প্রতিবাদের সময় হিংসার আশ্রয় না নেওয়ার আবেদন জানালেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

নাগরিকত্ব (সংশোধনী) আইন (Amended Citizenship Law) নিয়ে বিরোধিতা করতে হিংসার আশ্রয় না নেওয়ার আবেদন জানালেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। গত কয়েকদিন ধরেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল রাজ্য। বহু অঞ্চলে রাস্তা অবরোধের পাশাপাশি ট্রেন পোড়ানো, রাস্তায় টায়ার জ্বালানোর মতো ঘটনা ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন আবেদন জানালেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর এক ছবির প্রোমোশনে এসে সংবাদ সংস্থা পিটিআইকে ‘দাদাসাহেব ফালকে' পুরস্কার বিজয়ী অভিনেতা জান‌ান, তিনি রাজনীতি সম্পর্কে বিশেষ কিছু বোঝেন না। তিনি বলেন, ‘‘আমি যা জানতে পেরেছি তা হল এই আইনে দেশের বিপুল সংখ্যক মানুষ ন‌িগৃহীত হবেন।''

রাজ্যজুড়ে চলতে থাকা হিংসাত্মক ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘‘রেগে গেলে মানুষ অনেক কিছু করে। আমি প্রতিবাদকারীদের আর্জি জানাতে চাই, আইনের বিরোধিতা করতে হিংসার পথে না যেতে। অন্যথায় আমরা বুঝতে পারছি না পরিস্থিতি কতটা খারাপ হতে পারে।''

‘‘ক্যাব-এনআরসি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে'': মুখ্যমন্ত্রী

Advertisement

এর আগে পরিচালক অপর্ণা সেন ও অন্যান্য বাঙালি বুদ্ধিজীবী এবিষয়ে তাঁদের বক্তব্য জানিয়েছেন।

শনিবার অপর্ণা সেন জানান, এটা প্রতিবাদের সঠিক রাস্তা নয়। কেন্দ্রের কোনও সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে জনগণের সম্পত্তি বিনষ্ট করা অনুচিত বলে জানান বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক।

Advertisement

জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে প্রথমে 'লাইক' করে পরে পিছু হঠলেন অক্ষয় কুমার

তৃণমূ‌ল কংগ্রেস ঘনিষ্ঠ কয়েকজন বুদ্ধিজীবীও এনআরসি-ক্যাব নিয়ে আন্দোলনের ক্ষেত্রে হিংসাকে বেছে না নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। গণতান্ত্রিক ভাবে প্রতিবাদের আর্জি জানিয়েছেন কবি জয় গোস্বামী ও সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন প্রমুখ। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement