This Article is From Sep 08, 2019

প্রয়াত ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত বীরু কৃষ্ণন, শোকপ্রকাশ বহু বলি তারকার

‘রাজা হিন্দুস্তানি’ (Raja Hindustani) (১৯৯৬) ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হন।

প্রয়াত ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত বীরু কৃষ্ণন, শোকপ্রকাশ বহু বলি তারকার

প্রয়াত ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত বীরু কৃষ্ণন।

হাইলাইটস

  • ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত বীরু কৃষ্ণন প্রয়াত হলেন
  • তিনি একজন কত্থক নর্তকও ছিলেন
  • বলিউডের বহু সেলেব্রিটিকে তিনি ন‌াচের প্রশিক্ষণ দিয়েছেন
নয়াদিল্লি:

তাঁর প্রয়াণ সংবাদ শুনে বহু বলিউড সেলেব্রিটি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। প্রিয়ঙ্কা চোপড়া অভিনেতা বীরু কৃষ্ণন (Veeru Krishnan) শনিবার মুম্বইয়ে প্রয়াত হলেন। ‘রাজা হিন্দুস্তানি' (Raja Hindustani) (১৯৯৬) ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনয় ছাড়াও বীরু কৃষ্ণন ছিলেন একজন কত্থক অভিনেতা। বলিউডের বহু সেলেব্রিটি যথা প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ, করণবীর বোহরা প্রমুখকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন।  এক ফ্যানের টুইট রিটুইট করে লেখেন, ‘‘আপনি আমাকে নাচ শিখিয়েছেন যখন আমি নাচে অপটু ছিলাম। আপনার ধৈর্য ও নাচের প্রতি প্যাশন এমনই সংক্রামক ছিল যে আমরা প্রত্যেকেই কেবল কত্থকই নয়, আরও অন‌েক কিছু শিখেছি আপনার থেকে। আপনাকে সব সময়ই গুরুজি হিসেবে স্মরণ করব।''

অভিনেত্রী ‌লারা দত্তও প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন, ‘‘এটা খুবই খারাপ খবর। গুরুজির পরিবারকে জানাই প্রার্থনা ও হৃদয়ানুভবী সান্ত্বনা। তিনি সত্যিই এক প্রতিষ্ঠানস্বরূপ ছিলেন। কত্থকের প্রতি তাঁর প্যাশন এবং ছাত্রছাত্রীদের প্রতি ধৈর্য তাঁকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তু‌লেছিল।''

অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিও বীরু কৃষ্ণনের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন। তিনি লেখেন, ‘‘হে ঈশ্বর, অত্যন্ত দুঃখ ও আঘাত পেলাম এটা শুনে। আরআইপি গুরুজি। ধন্যবাদ আমাদের শেখানোর জন্য— কঠোর শ্রম, শৃঙ্খলা ও কত্থকের প্রতি সত্যিকারের ভালবাসা।''

টিভি তারকা করণবীর বোহরাও এই খবর পেয়ে দুঃখপ্রকাশ করে লেখেন, ‘‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় গুরুজি পণ্ডিত বীরু কৃষ্ণন আমাদের ত্যাগ করে স্বর্গের উদ্দেশে যাত্রা করেছেন। শিক্ষক দিবসে আমি একটি পোস্ট দেওয়ার কথা ভেবেছিলাম ওঁকে ও অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে। কিন্তু এর পরই জানতে পারলাম এই দেবদূত তাঁর দেহ ত্যাগ করেছেন এবং তাঁকে আমি কোনওদিনই দেখতে পাব না। আমরা তাঁর থেকে অনেক কিছু শিখেছি। ওঁর মতো শিক্ষক খুব বেশি দেখা যায় না। আমাদের সবার কাছেই এটা বড় ক্ষতি। কিন্তু আমি জানি তিনি কোনও সুখের স্থানেই গিয়েছেন। গুরুদেবের জয় হোক।''

করণের এরই সঙ্গে রিটুইট করেন প্রিয়ঙ্কা চোপড়া, লারা দত্ত ও আথিয়া শেট্টির করা টুইটগুলিও শেয়ার করেন।

‘রাজা হিন্দুস্তানি' ছাড়াও বীরু কৃষ্ণন ‘দুলহে রাজা', ‘আকেলে হাম আকেলে তুম' ও ‘ইশক' ছবিতে অভিনয় করেছেন।

.