This Article is From Oct 30, 2019

আর্থিক প্রতারণা মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ

Iqbal Mirchi Case: গত বছরও বিটকয়েন কেলেঙ্কারি মামলায় তদন্ত সংস্থা রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে ইডি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বুধবার সকালে মুম্বইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে পৌঁছন Raj Kundra

মুম্বই:

গ্যাংস্টার ইকবাল মিরচের (Iqbal Mirchi Case) সঙ্গে জড়িত অর্থ পাচার মামলায় এবার অভিনেতা শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করল তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দু'দিন আগে তাঁকে  (Raj Kundra) তলব করা হয় বলে জানা গেছে। সেই তলব অনুসারে বুধবার সকাল ১১ টা নাগাদ মুম্বইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে যান। এর আগে গত ৪ নভেম্বরও তাঁকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে (পিএমএলএ) তলব করা হয়েছিল, তবে কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি সেই সময় তদন্ত সংস্থার কাছে হাজির হতে পারেননি। ইকবাল মির্চির সহযোগী রণজিৎ বিন্দ্র এবং বাস্তিয়ান আতিথেয়তা নামে একটি সংস্থার সঙ্গে রাজ কুন্দ্রার ব্যবসায়িক যোগসাজশের বিষয়টি তদন্ত সংস্থা দেখছে। যদিও শিল্পা শেট্টির স্বামী এই সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।

দীপাবলি শেষেই ধাক্কা! ঘুষ নেওয়ার অভিযোগে শিল্পা শেট্টির স্বামী সমন রাজ কুন্দ্রাকে

২০১৩ সালে লন্ডনে হার্ট অ্যাটাকের কারণে মারা যাওয়া ইকবাল মিরচি মাদক পাচার ও তোলাবাজি সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ এবং তিনি ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন বলে অভিযোগ মিলেছে।  মুম্বইয়ের ব্যয়বহুল রিয়েল এস্টেট সম্পদ কেনা-বেচা সংক্রান্ত অবৈধ লেনদেনের অভিযোগে মিরচি, তার পরিবার ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তে শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাঁদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়ের করে তদন্ত সংস্থাটি। সম্প্রতি এই মামলার পরিপ্রেক্ষিতেই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে তদন্ত সংস্থাটি।

Advertisement

২০৫০ সালের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে ভারতের এই মহানগরী! জানাল গবেষণা

মুম্বই পুলিশের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত কয়েকমাসে তদন্ত সংস্থা এই মামলায় একাধিক অভিযান চালিয়েছে।

Advertisement

রাজ কুন্দ্রাকে এর আগে বিটকয়েন কেলেঙ্কারি মামলায় গত বছর প্রশ্ন করে ইডি।

Advertisement