2014 সালে শুরুর হওয়া এই প্রকল্প শুরু হয়
হাইলাইটস
- শহর কলকাতার নিকাশি ব্যবস্থার জন্য 100 মিলয়ন মার্কিন ডলার দিল এডিবি
- পরিবেশ সুন্দর করতে মোট 400 মিলয়ন মার্কিন ডলার দিল এডিবি
- কাজ শেষ করতে হবে 2023 সালের মধ্যে
কলকাতা: শহর কলকাতার নিকাশি ব্যবস্থার জন্য 100 মিলয়ন মার্কিন ডলার দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক( এডিবি)। শহরের পরিবেশ সুন্দর করতে মোট 400 মিলয়ন মার্কিন ডলার দিল এডিবি।
এটাই ছিল শেষ কিস্তি। সর্বশেষ বরাদ্দ হওয়া অর্থ দিয়ে বৃহত্তর কলকাতার আরও তিন হাজার বাড়ি উন্নত নিকাশির আওতায় আসবে।
তাছাড়া মোট দশ হাজার পরিবার এই সুবিধা পেতে চলেছে। ভারত সরকারের তরফে সই করেন অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব সমীর কুমার খাড়ে।
আর ব্যঙ্কের তরফে চুক্তিপত্রে সই করেন কিনেচি ইয়োকহামা। এর আগে তিনটি কিস্তিতে যে কাজ হয়েছে সেটাই আর এগিয়ে যাবে। 2014 সালে এই প্রকল্প শুরু হয়। উদ্দেশ কলকাতায় পানীয় জল সরবরাহকে আরও ভাল করা।
শহরে প্রতিদিন1,478 মিলিয়ন লিটার জল দেওয়া এবং মোট 700 কিমি জায়গায় জলের পাইপ লাইন বসানোর উদ্দেশে টাকা দিয়েছেন এডিবি। কাজ শেষ করতে হবে 2023 সালের মধ্যে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)