This Article is From Aug 25, 2018

বাংলার মানুষকে ঠকাচ্ছে দুই সংস্থা, সরকার চুপ: অধীর চৌধুরী

2010 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে  ওই দুই সংস্থার সঙ্গে 10 বছরের জন্য এইচএসআরপি প্রকল্প চুক্তি করা হয়।

বাংলার মানুষকে ঠকাচ্ছে দুই সংস্থা, সরকার চুপ: অধীর চৌধুরী

এইচএসআরপি বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ অধীরের।

কলকাতা:

অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের গাড়িগুলিতে হাই সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেটস (এইচএসআরপি)-এর জন্য প্রবল বেশি টাকা নিচ্ছে দুটো বেসরকারি সংস্থা। তার প্রতিবাদ তো করছেই না, উলটে তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার। বললেন  পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 2010 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ওই দুই সংস্থার সঙ্গে 10 বছরের জন্য এইচএসআরপি প্রকল্প চুক্তি করা হয়। একটি বিবৃতি দিয়ে গতকাল অধীর চৌধুরী বলেন ওই দুই সংস্থা এমন একটি প্রকল্প গ্রহণ করেছে যার ফলে রাজ্যের প্রত্যেকটি গাড়ি পিছু গড়ে খরচ ধরা হয়েছে  350 টাকা। যেখানে রাজস্থান, ওড়িশা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে এই অঙ্কটা অনেকটা কম। কংগ্রেস নেতা ও সাংসদ  আরও অভিযোগ করেন যে, চূড়ান্ত অনিয়ম সত্ত্বেও রাজ্য সরকার এই দুই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি গত আট বছর ধরে। "পশ্চিমবঙ্গে এই সংস্থাদ্বয়ের মধ্যে একটির এইচএসআরপি'র গড় খরচ  350 টাকা। অন্যদিকে, এই একই সংস্থা একই প্রকল্পের জন্য 145 টাকা খরচ করে রাজস্থানে এবং তামিলনাড়ুতে  খরচ করে 135 টাকা", বলা হয় ওই বিবৃতিটিতে।

 

অধীর চৌধুরী আরও অভিযোগ করেন যে, এই দুই সংস্থা মূল চুক্তির অধীন চুক্তি করে নিয়মিত অনিয়ম চালিয়ে যাচ্ছে। যে ধরনের চুক্তি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নিষিদ্ধ। এবং, যা  2001 সালের এইচএসআরপি রায়কেও যা প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.