অধীর বলেন, ‘‘যদি কেউ হিন্দি ভাষা না বোঝেন তবে আমি কী করতে পারি?"
নয়াদিল্লি: বারেবারেই বিজেপি নেতাদের নিজের নিশানায় রাখতে পছন্দ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chaudhary)। প্রধানমন্ত্রী মোদি (PM Modi) এবং অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণকে (Nirmala Sitharaman) কটাক্ষ করে তার নানা মন্তব্যই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। মঙ্গলবার আরেকবার শাসকদলের প্রতি পাল্টা আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন। অধীরের কথায়, “ডেভিল শুড নট সাইট স্ক্রিপচার্স” অর্থাৎ “শয়তানদের শাস্ত্রের উল্লেখ করা উচিৎ নয়!” বিজেপির মন্ত্রী এবং সাংসদরা প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের বিষয়ে অধীরের ‘ঘুষখোর' মন্তব্য ঘিরে বেশ ক্ষিপ্ত। তারা লোকসভা এবং রাজ্যসভায় এই বিষয়ে প্রতিবাদও দেখিয়েছেন এবং অধীর চৌধুরীর ক্ষমা প্রার্থনার দাবিও তুলেছেন।
আরও পড়ুনঃ “নির্বলা, নির্মলা নন”: অর্থনীতি নিয়ে অর্থমন্ত্রীকে তোপ অধীররঞ্জন চৌধুরীর
সংসদের বাইরে যখন অধীরকে তাঁর মন্তব্য ঘিরে বিজেপি নেতাদের আক্রমণের বিষয়ে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা, অধীর রঞ্জন বলেন, ‘‘আমার বিরুদ্ধে কি কোনও বিশেষাধিকার প্রয়োগ করা যায়? যদি করা যায় তাহলে তাদের সেটা করার অধিকার রয়েছে। যদি আপনারা রেকর্ড দেখেন, এই নেতারা সনিয়া গান্ধি সম্পর্কে প্রায়শই নোংরা মন্তব্য করেন... আমি তাহলে বলব, শয়তানদের শাস্ত্রের উল্লেখ করা উচিৎ নয়।”'
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ‘‘নির্বলা'' বলে মন্তব্যে করার বিষয়ে অধীর চৌধুরী জানান যে এটি একটি সহজ সরল হিন্দি শব্দ। অধীর বলেন, ‘‘যদি কেউ হিন্দি ভাষা না বোঝেন তবে আমি কী করতে পারি? কিছুদিন আগে, নির্মলা সীতারমণ নিজেই আমার চিন্তা, আমার ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। এই বিষয়ে তাহলে লোকসভাতেই বিচার হবে।”