Read in English
This Article is From Jul 05, 2018

মহিলাদের দ্বারা পরিচালিত দ্বিতীয় স্টেশন হতে চলেছে আদিত্যপুর

দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের আওতায় পড়া এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হিজিলির পর ‘সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন’ হিসাবে দ্বিতীয় স্টেশন হতে চলেছে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By
জামশেদপুর, ঝাড়খন্ড:

ঝাড়খন্ডের আদিত্যপুর স্টেশনটিকে খুব শীঘ্রই ‘সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন’ হিসাবে পরিবর্তিত করা হবে। রেলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার এই কথা জানান।

দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের আওতায় পড়া এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হিজিলির পর ‘সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন’ হিসাবে দ্বিতীয় স্টেশন হতে চলেছে। সাংবাদিকদের এই কথা বলেন দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ভাস্কর।

“আমরা ইতিমধ্যেই মহিলা কর্মীদের নিয়োগ করতে শুরু করে দিয়েছি”, বলেন তিনি।

“আমরা আরপিএফের সঙ্গেও কথা চালাচ্ছি সংশ্লিষ্ট স্টেশনটিতে মহিলা রক্ষীদের নিয়োগ করার ব্যাপারে”। জানান ভাস্কর।

কয়েকটি জরুরি ব্যাপার খতিয়ে দেখার পর দক্ষিণ-পূর্ব রেলের প্রধান মুখ্য বাণিজ্যিক ম্যানেজার প্রশান্ত কুমার সাহু এই স্টেশনটিকে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন হিসাবে ঘোষণা করবেন খুব শীঘ্রই। বলেন ভাস্কর।    



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement