পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
- গঙ্গাসাগর মেলার নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
- রাজনৈতিক অভিসন্ধির শিকার হতে পারে এই মেলা।
- মেলার মাঠের সিসিটিভি রেকর্ডিং প্রতি ঘণ্টায় খতিয়ে দেখতে বলেন তিনি
কলকাতা: পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজনৈতিক অভিসন্ধির শিকার হতে পারে এই মেলা, এই আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন-সহ উদ্যোক্তাদের সোমবার সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। গঙ্গাসাগর মেলা মাঠের প্রতি কোণের সিসিটিভি রেকর্ডিং, প্রতি ঘণ্টায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তির এই পূণ্যস্নানের এক সপ্তাহ আগে এদিন কাকদ্বীপে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কোনও দলের নাম উচ্চারণ না করে তিনি বলেছেন, "কয়েকজন চেষ্টা করবে সপ্তাহব্যাপী চলা এই মেলার ছন্দ নষ্ট করতে। তাই আপনাদের (প্রশাসনিক আধিকারিক) সজাগ ও সতর্ক থাকতেই হবে"।
তিনি বলেন, 'এই মেলায় উপস্থিত প্রত্যেক পূণ্যার্থীর জন্য ৫ লক্ষ টাকা বীমা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ১১ তারিখ থেকে সেই প্রকল্প লাগু হবে।' এই পর্যালোচনা বৈঠকে তিনি পূণ্যার্থীদের ব্যবহারে পানীয় জল ও থাকার ব্যবস্থা প্রসঙ্গে খোঁজ নিয়েছেন। আগামী একসপ্তাহ মকর সংক্রান্তি পালনে কয়েক হাজার পূণ্যার্থীর ঢল নামবে এই গঙ্গাসাগর মেলায়। পূণ্যস্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজোও দেবেন তাঁরা।
এদিকে সরকারি একটা সূত্র দাবি করেছে, দু'টো ফেরি এলাকার ড্রেজিং সম্পূর্ণ হয়েছে। ফলে ভাঁটার জন্য পূণ্যার্থীদের ফেরি পারাপারের যে সমস্যা, তা দূর হবে। বাড়ানো হয়েছে ফেরি চলাচলের সংখ্যাও। জানা গেছে, এই ড্রেজিংয়ের জন্য সরকার প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)