শিক্ষা দপ্তর সূত্রে খবর, একটি স্কুলের নাম বদল ঘিরেই গোলমাল বেধেছে।
হাইলাইটস
- নতুন স্কুল তৈরির ব্যাপারে থাকা আইনে পরিবর্তনের কথা ভাবছে রাজ্য
- এ পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর অনুমতি দিলেই নতুন বিদ্যালয় স্থাপন করা যেত
- রাজ্য প্রশাসনের অন্য কোনও দপ্তর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকত না
কলকাতা: নতুন স্কুল তৈরির ব্যাপারে থাকা আইনে পরিবর্তনের কথা ভাবছে রাজ্য প্রশাসন। এ পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর অনুমতি দিলেই নতুন বিদ্যালয় স্থাপন করা যেত। রাজ্য প্রশাসনের অন্য কোনও দপ্তর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকত না। এই প্রক্রিয়াতেই বদল আনতে চায় রাজ্য। শাসক দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রশাসনিক অনুমতি ছাড়া স্কুল খোলা যাবে না। পাশাপাশি পার্থ জানান, বিষয়টিকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর বিধানসভার পরবর্তী অধিবেশনেই বিষয়টি আনতে চায় রাজ্য সরকার। আর তাই তৎপরতাও শুরু হয়ে গিয়েছে।
কিন্তু কেন এই রদবদলের পথে হাঁটছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর সূত্রে খবর, একটি স্কুলের নাম বদল ঘিরেই গোলমাল বেধেছে। আগে সেই স্কুলের নাম ছিল ইসলামপুর। এখন তা হয়েছে ঈশ্বরপুর। এই ঘটনার পরই বদল আসছে আইনে। যদিও শিক্ষামন্ত্রীর দাবি নাম বদলের কোনও খবর মেলেনি। বিষয়টির অন্য দিকও আছে। এ রাজ্যে সঙ্ঘ পরিবার বেশ কয়েকটি স্কুল চালায়। অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে স্কুলের সঙ্ঘ যোগ বোঝা যায় না। এ ধরনের ঘটনায় রাশ টানতেই প্রশাসনিক অনুমতি বাধতা মূলক করা হচ্ছে। তাছাড়া সাম্প্রতিক কালে কলকাতার একাধিক বেসরকারি স্কুলেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেগুলোও অবিলম্বে বন্ধ করতে চায় রাজ্য প্রশাসন।