RRB Group D Exam: পরীক্ষা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত।
হাইলাইটস
- পরীক্ষা শুরু ১৭ সেপ্টেম্বর
- ইস্যু করা হয়েছে পরীক্ষার অ্যা়ডমিট কার্ড
- জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য
নিউ দিল্লি: রেলের গ্রুপ D লেভেল ওয়ান পদে কর্মী নিয়োগের পরীক্ষা হবে 17 সেপ্টেম্বর। রেলের তরফে ইতিমধ্যেই জারি করা হয়ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড (RRB Group D Admit Card)। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড (RRB Admit Card 2018) ডাউনলোড করে নিতে পারেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে।
ওই পদে নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর। পরীক্ষা নেওয়া হবে 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত। কোথায়, কোন কেন্দ্রে গ্রুপ D পদের পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত আগেই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। এবারের গ্রুপ D পরীক্ষা হবে কম্পিউটার বেসড (CBT)। আবেদনকারীদের যাতে কম্পিউটার বেসড পরীক্ষায় কোনও অসুবিধা না হয় সে কথা ভেবে মক টেস্টেরও ব্যবস্থা করেছে ভারতীয় রেল। মক টেস্টের মাধ্যমেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আবেদনকারীরা।
উল্লেখ্য, এর আগে অগাস্টে গ্রুপ C-তে 60 হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল Railway Recruitment Board। প্রতিদিনই তিনটি শিফ্টে পরীক্ষা নেওয়া হয়েছিল।
RRB Group D Admit Card-এর জন্য দেথতে পারেন নিম্নলিখিত ওয়েবসাইটগুলি -
RRB Ahmedabad - (www.rrbahmedabad.gov.in)
RRB Ajmer - (www.rrbajmer.gov.in)
RRB Allahabad - (www.rrbald.gov.in)
RRB Bangalore - (www.rrbbnc.gov.in)
RRB Bhubaneshwar - (www.rrbbbs.gov.in)
RRB Bilaspur - (www.rrbbilaspur.gov.in)
RRB Chandigarh - (www.rrbcdg.gov.in)
RRB Chennai - (www.rrbchennai.gov.in)
RRB Gorakhpur - (www.rrbgkp.gov.in)
RRB Guwahati - (www.rrbguwahati.gov.in)
RRB Jammu - (www.rrbjammu.nic.in)
RRB Kolkata - (www.rrbkolkata.gov.in)
RRB Malda - (www.rrbmalda.gov.in)
RRB Mumbai - (www.rrbmumbai.gov.in)
RRB Muzaffarpur - (www.rrbmuzaffarpur.gov.in)
RRB Patna - (www.rrbpatna.gov.in)
RRB Ranchi - (www.rrbranchi.gov.in)
RRB Secunderabad - (www.rrbsecunderabad.nic.in)
RRB Siliguri - (www.rrbsiliguri.org)
RRB Thiruvananthapuram - (www.rrbthiruvananthapuram.gov.in)