This Article is From Feb 21, 2019

ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানে সফর করলেন সেনা প্রধান

এলসিএ তেজসে উড়লেন দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

ভারতে তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমানে সফর করলেন সেনা প্রধান

বেঙ্গালুরুতে  শুরু হয়েছে বায়ু সেনার এই  বিশেষ  শো।

হাইলাইটস

  • এলসিএ তেজসে উড়লেন দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত
  • অ্যায়ারো ইন্ডিয়া এয়ার শো-তে তাঁকে নিয়ে উড়ল বায়ু সেনার এই বিশেষ বিমান
  • বেঙ্গালুরুতে শুরু হয়েছে বায়ু সেনার এই বিশেষ শো
নিউ দিল্লি:

বায়ু সেনার অত্যাধুনিক বিমান এলসিএ তেজসে উড়লেন দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। অ্যায়ারো ইন্ডিয়া এয়ার শো-তে  তাঁকে নিয়ে উড়ল বায়ু সেনার এই বিশেষ বিমান। বেঙ্গালুরুতে  শুরু হয়েছে বায়ু সেনার এই  বিশেষ  শো।

আরও পড়ুনঃ রাফাল মামলার রায় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন, দ্রুত শুনবে কিনা তা খতিয়ে দেখবে আদালত

0gcp32n8

এলসিএ তেজসে উড়লেন দেশের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

 

 

এর আগে ভারতে কোনও দিন ভারতে তৈরি যুদ্ধ বিমানে সফর করেননি সেনা প্রধান। শুধু ভারতে তৈরি নয় এই বিমানের আরও কিছু বৈশিষ্ট  আছে।  এটির ওজন কম তাছাড়া আকারেও ছোট।  এই বিমানেঅ উড়বেন সরকারের এক  পরামর্শ দাতা পি এস রাখবানের।  আকারে ছোট হলেও এই যুদ্ধ বিমানে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রাখা  যায়।  সরকারের বিভিন্ন দপ্তরের কর্তারা ছাড়া আরও অনেকে  উপস্থিত ছিলেন এই শো দেখতে। ২৫ তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ শো।  

.