This Article is From Oct 16, 2018

আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক অভারে ছটি ছয় হল !

আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক অভারে ছটি   ছয় হল ! দর্শক থেকে শুরু করে  ক্রিকেট বিশেষজ্ঞ সবাইকে অবাক করে দিলেন হারজাতুল্লাহ জারাই।

Advertisement
অল ইন্ডিয়া Posted by

প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন  হারজাতুল্লাহ জারাই।  

Highlights

  • আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক অভারে ছটি ছয় হল
  • ক্রিকেট বিশেষজ্ঞ সবাইকে অবাক করে দিলেন হারজাতুল্লাহ জারাই
  • 12 বলে অর্ধ শতরান করলেন হারজাতুল্লাহ

 

আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক অভারে ছটি   ছয় হল ! দর্শক থেকে শুরু করে  ক্রিকেট বিশেষজ্ঞ সবাইকে অবাক করে দিলেন হারজাতুল্লাহ জারাই। এক ওভারে  ছটি ছয়  বিশ্ব ক্রিকেটে হয়েছে কিন্ত আফগানিস্তানে এই প্রথম। আর এই  ছয়ে  ছক্কার সাহায্যে 12 বলে  অর্ধ শতরান  করলেন হারজাতুল্লাহ  গত রবিবার বালাখ লেজেন্ড এবং  কাবুল জাওয়ানের মধ্যে ম্যাচ  হয়। প্রথমে   বালাখ লেজেন্ড করে  244 রান। এর মধ্যে  ক্রিস গেইল 48 বলে 80 রান করেছেন।   


প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন  হারজাতুল্লাহ জারাই।

 

  .  


 এর আগে 2007 সালের টি টয়েন্টি বিশ্বকাপে ছ বলে ছটি ছক্কা  মারেন যুবরাজ।  ভরত  বনাম ইংল্যান্ডের সেই ম্যাচে যুবরাজ ছটি ছয় মারেন। ব্ল করছিলেন ক্রিস ব্রড। ওভার শুরু হওয়ার আগে ব্রিটিশ দলের তারকা   অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যুবি।  আর ওভার শুরু হতেই একের পর এক ছয় আছড়ে পড়তে থাকে মাঠের চারপাশে। বিশ্ব ক্রিকেটের ইতিহাস সেই মহাকাব্যিক ওভারকে আরও অনেক বছর মনে রাখবে।                     

Advertisement
Advertisement