This Article is From Mar 24, 2019

আফ্রিকার সাইক্লোনে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ল, আরও অবনতির আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের

আফ্রিকার দক্ষিণ অংশে সাইক্লোন এবং বন্যার কারণে শনিবার মৃতের সংখ্যা আরও বাড়ল। একটি সূত্র বলছে এখন মৃতের সংখ্যা ৭৩২ জন।

আফ্রিকার সাইক্লোনে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ল, আরও অবনতির আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের

গত সপ্তাহে আছড়ে পড়ে  একটি শক্তিশালী  ঘূর্ণিঝড় (Severe Cyclone)।

হাইলাইটস

  • আফ্রিকার দক্ষিণ অংশে সাইক্লোন এবং বন্যার কারণে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল
  • গত সপ্তাহে আছড়ে পড়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়
  • ধীরে হলেও পরিস্থিতি ভালর দিকে যাচ্ছে বলে মনে করছে প্রশাসন
বেইরা:

আফ্রিকার দক্ষিণ অংশে সাইক্লোন এবং বন্যার কারণে শনিবার মৃতের সংখ্যা আরও বাড়ল। একটি সূত্র বলছে এখন মৃতের সংখ্যা ৭৩২ জন। এছাড়া গৃহহীন আরও বহু মানুষ। মোজাম্বিয়ার বন্দর শহরে (Port City) গত সপ্তাহে আছড়ে পড়ে  একটি শক্তিশালী  ঘূর্ণিঝড় (Severe Cyclone)। তারপর তা  জিম্বাবয়ের দিকে এগোতে থাকে। বাড়তে থাকে  মৃতের সংখ্যা। তবে ধীরে হলেও পরিস্থিতি ভালর দিকে  যাচ্ছে বলে  মনে করছে  প্রশাসন।

a5juicug

 পরিস্থিতি এতটাই ভয়াবহ। (রয়টার্স) 
ঘূর্ণিঝড়ের ফলে জিম্বাবয়েতে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। অন্য দুটি দেশেও বাড়ছে মৃতের সংখ্যা। তাছাড়া তিনটি দেশেই খাদ্যাভাব (Food Crisis)  দেখা  দিয়েছে। জল থেকে শুরু করে আশ্রয়ের সন্ধান চলছে।     .মোজাম্বিয়ার বেইরা শহরের একটি স্কুলে আশ্রয় নেওয়া চার সন্তানের মা মিমি ম্যানুয়েলের সঙ্গে  কথা বলা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে যা যা ছিল সব ভিজে গিয়েছে। কোথাও  যাব বুঝতে পারছি না।

hoebqh8

ক্ষয়ক্ষতি দেখছেন স্থানীয়রা।

ভেঙে গিয়েছে বাড়ি-ঘর

 প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন ১৮ বছর বয়সী ডিনা ফিগাডো। তিনি জানালেন সাইক্লোন আছড়ে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসার আগেই প্রাণ হারান।  

মোজাম্বিয়ার সরকারের তরফ থেকে জানানো হয়েছে  এখন যা পরিস্থিতি তাতে  প্রায় হাজার দেড়েক মানুষের কাছে  সাহায্য পৌঁছে দেওয়া  প্রয়োজন। সেই কাজটাই হচ্ছে।  অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) তরফে বলা হয়েছে  প্রাকৃতিক বিপর্যয়ের  বিপদ সম্পূর্ণ কেটে যায়নি। অতি বৃষ্টির জন্য ওই এলাকায় বন্যা আরও বড় আকার নিতে পারে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.