This Article is From May 03, 2018

পচা মাংস উদ্ধারের জন্য শহরের বিভিন্ন স্থানে খানাতল্লাশি চালাচ্ছে পুলিশ

ডায়মন্ড হার্বারের পুলিশ জেলার বিভিন্ন স্থানে খানাতল্লাশি চালাচ্ছে. কুড়ি টন পচা মাংস উদ্ধারের পর আরও জোরদার তদন্ত শুরু করা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে এগুলি সবই মৃত পশুর মাংস.

পচা মাংস উদ্ধারের জন্য শহরের বিভিন্ন স্থানে খানাতল্লাশি চালাচ্ছে পুলিশ
Kolkata: কোলকাতা: ডায়মন্ড হার্বারের পুলিশ জেলার বিভিন্ন স্থানে খানাতল্লাশি চালাচ্ছে. কুড়ি টন পচা মাংস উদ্ধারের পর আরও জোরদার তদন্ত শুরু করা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে এগুলি সবই মৃত পশুর মাংস. এই তথ্য জানিয়েছেন একজন উচ্চ পদস্থ আধিকারি. এই মামলার তদন্তের জন্য রাজ্য সরকার বিশেষ দল এসআইটি গঠন করেছে, এসআইটির সদস্য জানিয়েছে যে, দক্ষিণ ও উত্তর 24 পরগনার বিভিন্ন অংশে ছাপা মারা হয়েছে.

শিলিগুড়িতে শিলিগুড়ি নগর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেখানেও ছাপা মেরে পচা মাংস উদ্ধার করা হয়েছে. শিলিগুড়ি নগর নিগমের কমিশনার নিখিল সাহনি বলেছেন, ''আমরা এই দিকে নজর দিচ্ছি.''

হুগলি জেলার সেরামপুর নগর নিগমের বিশেষ দল বেশ কয়েকটি রেস্টুরেন্ট থেকে ফ্রোজেন চিকেনের প্যাকেট উদ্ধার করেছে. গত সপ্তাহে গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পুলিশ নারকেলডাঙা কোল্ড স্টোরেজ থেকে 20 টন পচা মাংস উদ্ধার করেছে. এই ঘটনায় এখনও পর্যন্ত রাজনৈতিক দলের নেতা সহ 10 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে.    

.