தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 14, 2019

ফল পাড়তে গিয়ে ১১০ ফুট কুয়োয় শিশু, আট ঘণ্টা ধরে চলল উদ্ধার অভিযান

বাচ্চাটির নাম প্রবীণ (Praveen)। মথুরার শেরগড়ের আগরয়ালা গ্রামের ওই শিশু শনিবার সন্ধ্যায় কুয়োর পাশে অবস্থিত একটি গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করছিল।

Advertisement
সিটিস

ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়

মথুরা :

 তুঁতগাছের ফল পাড়তে গেছিল ছেলেটা। বয়স বছর ৫। মনের আনন্দে গাছ থেকে ফল পাড়তে গিয়ে ভয়ানক বিপত্তি। ওই গাছের ঠিক পাশেই ছিল গভীর কুয়ো! ১১০ ফুট গভীর সেই বোরওয়েলে (110-feet deep borewell in Mathura) পড়ে যায় ছোট্ট শিশুটি। ঘটনাটি ঘটেছে মথুরাতে। আটঘণ্টা ধরে ওই কুয়োতে আটকা থাকার পরে অবশেষে উদ্ধার করা হয় ওই শিশুকে। 

নির্বাচনী হাওয়া দেশে, কলকাতার স্কুলগাড়িতে খুদেরা মেতেছে ‘ভোট ভোট' খেলায়

পুলিশ জানিয়েছে, বাচ্চাটির নাম প্রবীণ (Praveen)। মথুরার শেরগড়ের আগরয়ালা গ্রামের ওই শিশু শনিবার সন্ধ্যায় কুয়োর পাশে অবস্থিত একটি গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করছিল। তখনই সে পড়ে যায় পাশের ওই বোরওয়েলে।

Advertisement

মথুরার প্রধান মেডিকেল অফিসার (সিএমও) শের সিং বলেন, “শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে, ওর কোনও সমস্যা হচ্ছে না, কিন্তু সাবধানতার জন্যই আমরা ওকে কিছু প্রয়োজনীয় ওষুধ দিয়েছি। এক রাত ভর্তি থাকবে এবং আগামীকালই ছাড়া পাবে হাসপাতাল থেকে।” 

বাসে পার্লামেন্টের মহিলা সদস্যর সামনে বসে হস্তমৈথুন এক ব্যক্তির

Advertisement

এনডিআরএফের সহকারী কমান্ডার অনিল কুমার সিং জানান, “শিশুটিকে উদ্ধার করার জন্য আমাদের অনেক কয়েক ঘন্টা সময় লেগেছিল এবং সেনাবাহিনীও এই উদ্ধার অভিযানে আমাদের সাহায্য করেছিল।"

জেলা প্রশাসন কর্মকর্তা জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement