এমনিতেই শহরের পরিষেবা এখনও ফেরেনি তারমধ্যে সন্ধ্যাতেই এই প্রবল ঝড় বৃষ্টিতে কী হয়, তা নিয়ে আতঙ্কে শহরবাসী
কলকাতা: ঠিক এক সপ্তাহ আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম ফান আছড়ে পড়েছিল বাংলার বুকে। তছনছ করে দিয়ে গেছে বাংলাকে । আমফানের সেই বিভীষিকা, সেই ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা। কলকাতাতেই এখনও নানান জায়গায় বিদ্যুৎ ফেরেনি। মোবাইল পরিষেবা স্বাভাবিক নয় রাজ্যে । দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় এখনও ভয়ঙ্কর অবস্থায়। তার মধ্যে আজ সন্ধ্যে নামতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হল রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল ঝড় , বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে।
আমফান বিদায় নিলেও ঝোড়ো হাওয়ার দাপট চলছিল কলকাতায়। তবে সন্ধ্যে নামতেই ঝড় বৃষ্টি শুরু হয় তিলোত্তমায়। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি চলেছে। দুপুর থেকে ঝড় বৃষ্টি চলেছে উত্তরবঙ্গে , উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর মালদাতে।৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বৃষ্টি হয়। তারপরেই পুরুলিয়া, বাঁকুড়া , বীরভূম পশ্চিম বর্ধমান ,পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর , নদিয়া, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা এবং দুই ২৪ পরগনাতে।
কলকাতা কালবৈশাখীর গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার , সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি।
এমনিতেই শহরের পরিষেবা এখনও ফেরেনি তারমধ্যে সন্ধ্যাতেই এই প্রবল ঝড় বৃষ্টিতে কী হয়, তা নিয়ে আতঙ্কে শহরবাসী।