অমৃতসর: অমৃতসরের ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। রেল লাইনের পাশে দশেরা দেখতে গিয়ে শুক্রবার প্রাণ হারান 61 জন। সেই অনুষ্ঠানের আয়োজকদের বাড়িতে চড়াও হল সাধারণ মানুষ। আজ সকালে স্থানীয় কাউন্সিলর বিজয় মদনের বাড়িতে হামলা চলে।
অমৃতসরে দশেরার অনুষ্ঠানে 61 জনের মৃত্যুর একদিন পর সরকারি ভাবে এফআইআর নথিভুক্ত করল জিআরপি। তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই অনুষ্ঠানের আয়োজকদের কেউ কেউ ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর এবং তাঁর ছেলে মিঠুর খোঁজ মিলছে না। একসঙ্গে এত মানুষের মৃত্যুতে স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর থেকেই তাঁরা রেল ট্রাকের আশপাশেই থাকছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাতও হয়েছে। শেষমেশ আজ সকালে যোধা পাটক এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। তখন আবার নতুন কড়ে ছড়ায় উত্তেজনা।
আর তখনই চলে হামলা। ঘটনাস্থল পৌঁছে শনিবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অন্যদিকে বিভাগীয় তদন্তের সম্ভবনা খারিজ করে দিয়েছে রেল। কারণ রেল কর্তারা মনে করেছেন নিয়ম ভেঙেই ট্রাকের উপর চলে এসেছিলেন সকলে। তাছাড়া এফআইআরে নাম না থাকায় গ্রেফতার হননি চালক।