This Article is From Jun 21, 2019

ঊষসীর পরে আবারও রাতের কলকাতায় বিপন্ন তেইশের তরুণী, আটক অভিযুক্ত

দু’দিন আগেই এভাবে এক মডেল-অভিনেত্রীকে নিগ্রহ করা হয়েছিল কলকাতার পথে। একই ভাবে হেনস্তা হতে হল এক ২৩ বছরের তরুণীকে।

ঊষসীর পরে আবারও রাতের কলকাতায় বিপন্ন তেইশের তরুণী, আটক অভিযুক্ত

এক গাড়ির চালক ওই ক্যাবটির পিছু নেন এবং চেষ্টা করেন ক্যাবটিকে থামাতে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • হেনস্তা হতে হল এক ২৩ বছরের তরুণীকে।
  • রাতের কলকাতায় তাঁর ক্যাবের পিছু নিল এক গাড়ির চালক।
  • অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা:

দু'দিন আগেই এভাবে এক মডেল-অভিনেত্রীকে নিগ্রহ করা হয়েছিল কলকাতার (Kolkata) পথে। একই ভাবে হেনস্তা হতে হল এক ২৩ বছরের তরুণীকে। তাঁর অভিযোগ, দক্ষিণ কলকাতায় (South Kolkata) অ্যাপ-নির্ভর এক ক্যাবে (Cab) করে যাওয়ার সময় পাশেই একটি গাড়ির চালক তাঁকে দেখে কটূক্তি করেন। তারপর তাঁদের পিছু নেন এবং চেষ্টা করেন ক্যাবটিকে থামাতে। ওই তরুণী পুলিশে অভিযোগ করলে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আলিপুর থানার সাব-ইন্সপেক্টর বিপ্লবকুমার দাস জানিয়েছেন, তিনি এবং তাঁর সহকর্মী ‌আলিপুর চিড়িয়াখানার কাছে রাতের টহল দিচ্ছিলেন। রাত ৩.৪৫ নাগাদ একটি গাড়ি দ্রুত তাঁদের সামনে এসে কর্কশ শব্দ করে থামে। বিপ্লববাবু জানাচ্ছেন, ‘‘এক মহিলা অ্যাপ-নির্ভর ক্যাব থেকে আমাদের জানান, তাঁদের গাড়িটিকে বর্ধমান রোডে একজন আটকানোর চেষ্টা করেছিল। এবং তাঁদের গাড়িটির পিছু নিয়েছিল।''

উত্তপ্ত ভাটপাড়ায় জারি করা হল ১৪৪ ধারা

ওই আধিকারিক আরও জানান, ‘‘কিছুক্ষণ পরে ওই গাড়িটি এলাকায় ঢুকে পড়ে। চালক প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ইউ টার্ন নিয়ে আবার একই জায়গায় ফিরে আসে গাড়িটি। আমরা গাড়িটিকে দাঁড় করাতে চাইলে সেটি পাশ কাটিয়ে পালায়। কিন্তু ততক্ষণে গাড়ির নম্বর আমরা পেয়ে গেছি। আমরা গাড়িটিকে তাড়া করলেও ধরতে পারিনি।''

চিকিৎসকদের উপর হামলার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কলকাতার বিশিষ্ট মুসলিমদের

তিনি আরও বলেন, ‘‘আমি আমার পুলিশ থানায় একটি অভিযোগ দায়ের করি গাড়িটির নম্বর সহ। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ওই ‌চালককে গ্রেফতার করেন ও গাড়িটি বাজেয়াপ্ত করেন।''

পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত বোঝার চেষ্টা করছে।

ভারতীয় দণ্ডবিধি (IPC) অনুযায়ী শ্লীলতাহানি, জোর করে রাস্তা আটকানো এবং এক মহিলার পিছু নেওয়ার অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে।

.