This Article is From Sep 03, 2018

ভিডিও : ভারী বৃষ্টিতে বাড়ল কেম্পটি জলপ্রপাতের জলের তোড়

ভিডিও ভারী বৃষ্টিতে বাড়ল কেম্পটি জলপ্রপাতের জলের তোড়

ভিডিও ভারী বৃষ্টিতে বাড়ল কেম্পটি জলপ্রপাতের জলের তোড়

মুসৌরি:

টানা বৃষ্টিতে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেল উত্তরাখণ্ডের মুসৌরিতে কেম্পটি জলপ্রপাতের  জল। বৃষ্টির একদিন পর রবিবার সন্ধেয় হঠাৎ সেখানে জল বাড়ে। জনপ্রিয় এই জলপ্রপাতে  জলের তোড় এতটাই ভয়ঙ্কর আকার নেয় যে পর্যটকদের সেখান থেকে সরাতে বাধ্য হয় প্রশাসন। জলে ভেসে যায় স্থানীয় কয়েকটি দোকানেও। 

৪০ ফুটের এই জলপ্রপাতে এর আগে ২৭ জুলাই একইভাবে জল বাড়তে দেখা গিয়েছিল। ভারী বৃষ্টিতে তখন সেখানে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়েছিল। 

উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে এখনও পু্র্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে।  টানা বৃষ্টি ব্ন্যায় ১৬ জনের মৃত্যু রয়েছে রাজ্যে।

.