This Article is From Nov 04, 2018

তুষারপাতে বিদ্যুতবিচ্ছিন্ন কাশ্মীর, স্কুল ও হাসপাতালেও নেই বিদ্যুৎ পরিষেবা

জম্মু-শ্রীনগর মহাসড়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক তুষারপাতের ফলে অবরুদ্ধ রয়েছে। শ্রীনগরে তুষারপাতের ফলে রাজধানী থেকে বেশ কয়েকটি বিমানও বাতিল করা হয়েছে

তুষারপাতে বিদ্যুতবিচ্ছিন্ন কাশ্মীর, স্কুল ও হাসপাতালেও নেই বিদ্যুৎ পরিষেবা

শ্রীনগরে তুষারপাতের ফলে রাজধানী থেকে বেশ কয়েকটি বিমানও বাতিল করা হয়েছে

শ্রীনগর:

কাশ্মীর উপত্যকাতে ভারী তুষারপাতের কারণে সারা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। শনিবার সকালে থেকে, রাজ্যের অধিকাংশ জায়গাতেই বিদ্যুৎ নেই। আধিকারিকেরা জানিয়েছেন যে তাঁরা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিন্তু কোন লাভই হচ্ছে না। বেশ কয়েকটি হাসপাতাল বিদ্যুৎ সরবরাহ হীন এবং স্কুলেও মোমবাতির আলোতেই পরীক্ষা চলছে শিক্ষার্থীদের।

জম্মু-শ্রীনগর মহাসড়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক তুষারপাতের ফলে অবরুদ্ধ রয়েছে। শ্রীনগরে তুষারপাতের ফলে রাজধানী থেকে বেশ কয়েকটি বিমানও বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তারা বাতিল বিমানগুলির তালিকা ঘোষণা করে জম্মুতে থেকে বিমান ছাড়ার কথাও ঘোষণা করে দেন।

তুষারপাতের ফলে সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় যানজটও দেখা দিয়েছে এবং বেশ কয়েকটি এলাকাও মূল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শ্রীনগরের বেশিরভাগ অংশে রাস্তা বন্যার কবলে। তুষারপাতের ফলে আপেল বাগানেরও বিশাল ক্ষতি হয়েছে। ব্যাপক লোকসানের মুখ দেখছেন আপেল কৃষকরা।

গতকাল, ভারী তুষারপাতের পর, মুঘল সড়কের পাশে পীর কি গলি থেকে 120 জনের বেশি মানুষকে, বেশিরভাগই ট্রাকচালক, উদ্ধার করা হয়েছিল। উদ্ধার অভিযান চলে রাত্রি 3 টে পর্যন্ত।

কাশ্মীর আবহাওয়া বিভাগ 5 নভেম্বর থেকে দুই থেকে তিন সপ্তাহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং আজ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনাও জানিয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানান, আগামী 12 থেকে 24 ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতি এমনই চলতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাসের সম্ভাবনাও রয়েছে।

.