This Article is From Sep 19, 2018

জামিন পেল মদ্যপ ও উলঙ্গ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধৃত চিনের দুই বাসিন্দা

মদ্যপান করে উলঙ্গ হয়ে গাড়ি চালিয়ে অন্তত ছ’টি গাড়িকে ধাক্কা দিয়ে এবং আটজন মানুষকে আহত করে শহরে ধুন্ধুমার ফেলে দেয় দুই চিনের নাগরিক

জামিন পেল মদ্যপ ও উলঙ্গ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধৃত চিনের দুই বাসিন্দা

থানায় নিয়ে যাওয়ার আগে জামাকাপড় পরিয়ে দেওয়া হয় তাদের।

হাইলাইটস

  • আসবাবপত্র ও মাংসের ব্যবসার সঙ্গে জড়িত একটি চিনা সংস্থায় কাজ করে তারা
  • গত পনেরো বছর ধরে বিজনেস ভিসায় ভারতে আসছে
  • বেপরোয়া গাড়ি চালিয়ে আটজন ব্যক্তি ও ছ'টি গাড়িকে ধাক্কা মারে তারা
মিরাট:

অত্যধিক মদ্যপান করে উলঙ্গ হয়ে গাড়ি চালিয়ে অন্তত ছ’টি গাড়িকে ধাক্কা দিয়ে এবং আটজন মানুষকে আহত করে শহরে ধুন্ধুমার ফেলে দেওয়া দুই চিনের নাগরিককে মঙ্গলবার উত্তরপ্রদেশের মিরাটের আদালত জামিন দিয়ে দিল। অতিরিক্ত দায়রা জজ তাদের জামিন মঞ্জুর করে দিলেও তাদের বিরুদ্ধে পুলিশকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অভিযোগ দায়ের করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। গত রবিবার রাতে গুয়োকিং জিয়া এবং ওয়েনজিন জু এক পার্টি থেকে বেরিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচলতি একাধিক মানুষকে জখম করে। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। ঘটনাটি জানানো হয়েছে চিনের দূতাবাসকেও।

পুলিশ জানিয়েছে আসবাবপত্র এবং মাংসের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা একটি সংস্থায় কাজ করার সূত্রে গত পনেরো বছর ধরে তারা বিজনেস ভিসার মাধ্যমে ভারতে আসছে।   

bdu3h6c

তারা বছরের দু'তিনমাস কাটায় ভারতে। 

ওই রাতে গাড়ি চালিয়ে একাধিক মানুষকে জখম করে তারা। ধাক্কা মারে কমপক্ষে ছ'টি গাড়িতে। তাদের গাড়ির পেছনে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ।  

.