Read in English
This Article is From Mar 28, 2019

মহাকাশে ভারতের সাফল্য প্রসঙ্গে চিন কী বলল?

মহাকাশে ভারতের সাফল্য প্রসঙ্গে চিন (China) জানায়, তাদের আশা প্রতিটি দেশ শান্তি এবং স্থিতাবস্থা বজায় (Peace And Tranquility)  রাখতে কাজ করবে।

Advertisement
ওয়ার্ল্ড

ভারত এখন করলেও চিন এ ব্যাপারে নিজেদের নাম নথিভুক্ত  করেছে  ২০০৭ সালে।

Highlights

  • মহাকাশে ভারতের সাফল্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিল চিন
  • জানাল তাদের আশা প্রতিটি দেশ শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে কাজ করবে
  • মোদী জানান মহাকাশে এক বিরল সাফল্য পেয়েছে ভারত

মহাকাশে ভারতের সাফল্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিল চিন (China) ।  জানাল তাদের আশা প্রতিটি দেশ শান্তি এবং স্থিতাবস্থা বজায় (Peace And Tranquility)  রাখতে কাজ করবে। দেশের উদ্দেশে ভাষণ  (Address To The Nation) দিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)  বুধবার দুপুরে জানান মহাকাশে এক বিরল সাফল্য (Rare Achievement) পেয়েছে ভারত। লোয়ার অরবিটে  (Lower Orbit) থাকা একটি  লাইভ স্যাটেলাইটকে (Live Satellite) এ স্যাট প্রযুক্তির সাহায্যে ধ্বংস করা গিয়েছে। আর এভাবেই আমেরিকা, রাশিয়া এবং চিনের পর মহাকাশের সবচেয়ে শক্তিধর দেশ  গুলির তালিকায় নিজের নাম  তুলেছে  ভারত।  এ নিয়ে লিখিত প্রতিক্রিয়া দিয়েছে  চিন। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, "আমাদের আশা সমস্ত দেশ শান্তি স্থাপনের উদ্দেশে কাজ করবে"।  

মহিলাদের নিয়ে কী মন্তব্য করেছিলেন তেজস্বী সূর্য, যা প্রার্থী হয়ে ডিলিট করে দিলেন!

ভারত এখন করলেও চিন এ ব্যাপারে নিজেদের নাম নথিভুক্ত  করেছে  ২০০৭ সালে। তবে চিন মহাকাশে নিস্ক্রিয় হয়ে যাওয়া একটি আবহাওয়া উপগ্রহকে ধ্বংস  করেছিল। বেজিং শান্তি স্থাপনের কথা বলার আগেই  প্রধানমন্ত্রী জানান ভারত আক্রমণের উদ্দেশ নিয়ে  এই পরীক্ষা করেনি। এটা শুধুই নিরাপত্তার খাতিরে করা। তিনি জানান স্থল-জল এবং বায়ুর সঙ্গে মহাকাশেও নিজেদের সুরক্ষিত করতে পেরেছে ভারত। আর তাছাড়া আগামী দিন জীবনের অন্য ক্ষেত্রেও উপগ্রহের প্রয়োজন আরও বেশি  করে টের পাওয়া যাবে। সেটাও মাথায় রাখতে হবে। পাশাপাশি মোদী দাবি করেন এই পরীক্ষা করে কোনও আন্তর্জাতিক আইন ভাঙেনি ভারত।
             

Advertisement

Advertisement