This Article is From Feb 10, 2020

Shaheen Bagh: "৪ মাসের শিশুও প্রতিবাদে যায়?", শাহিনবাগে শিশুমৃত্যু নিয়ে ধোঁয়াশায় সুপ্রিম কোর্ট

Shaheen Bagh:
নয়া দিল্লি:

শাহিনবাগের বিক্ষোভে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের জবাব তলব করে নোটিস দিল সুপ্রিম কোর্ট। গত প্রায় দু'মাস ধরে শাহিনবাগে (Shaheen Bagh) সিএএ বিক্ষোভ চলছে, যে বিক্ষোভে অংশ নিয়েছে মহিলা ও শিশুরাও। সেখানেই চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয় কিছুদিন আগেই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার জবাবদিহি চাইল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। চার মাসের শিশু মহম্মদ জাহানকে প্রায় প্রতিদিনই তাঁর বাবা-মা শাহিনবাগের বিক্ষোভের জায়গায় নিয়ে যেতেন। জানা গেছে, তার ফলে দিল্লি তীব্র ঠান্ডায় তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ে। পরে ৩০ শে জানুয়ারি ওই জমায়েতের মধ্যেই মৃত্যু হয় শিশুটির।

"৪ মাসের শিশুও প্রতিবাদে যায়?", শাহিনবাগে শিশুমৃত্যু নিয়ে ধোঁয়াশায় সুপ্রিম কোর্টের বিচারপতিরাও।

জাতীয় ক্ষেত্রে সাহসিকতার পুরস্কার জয়ী গুণরতন সদাবার্তে সম্প্রতি শাহিনবাগের বিক্ষোভে ৪ মাসের শিশুটির মৃত্যুর বিষয়ে ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদেকে চিঠি লেখে। তাঁর চিঠিতে ১২ বছরের সদাবার্তে শিশুটির মৃত্যুর তদন্তও দাবি করে বলে জানা গেছে।

.