தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 15, 2019

কেরালার মন্দিরে ধর্মীয় আচার পালনের সময় আহত হলেন শশী থারুর

আঘাত লাগা মাত্রই শশী থারুরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কপালে ছয়টি সেলাই পড়ে।

Advertisement
অল ইন্ডিয়া ,

আজ নববর্ষ ভিসু উপলক্ষ্যে শশী থারুর পুজো দিতে যান।

নিউ দিল্লি:

কেরালার তিরুবনন্তপুরমে এক মন্দিরে পুজো দেওয়ার সময় আহত হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সূত্র মারফত জানা গেল, তাঁর কপালে ছয়টি সেলাই পড়েছে। পয়লা বৈশাখের দিনে ওই মন্দিরে এক বিশেষ আচার পালন করা হয়, যেখানে একজন ব্যক্তিকে বিশাল দাঁড়িপাল্লার একপাশে বসিয়ে দাঁড়িপাল্লার অপর পাশে তাঁর সম-ওজনের ফল, মিষ্টি ও অন্যান্য সামগ্রী রেখে দেবতাকে নিবেদন করা হয়। এই আচারের নাম 'তুলাভরম'। আজ নববর্ষ ভিসু উপলক্ষ্যে কেরালাবাসী রাজ্যের বিভিন্ন মন্দিরে উৎসব পালন করছে। 

আঘাত লাগা মাত্রই শশী থারুরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কপালে ছয়টি সেলাই পড়ে। ডাক্তাররা জানিয়েছেন কংগ্রেস নেতা আপাতত বিপদমুক্ত আছেন।

আরও পড়ুনঃ তামিলনাড়ুর রাজনীতিতে এসেছে বিরাট পরিবর্তন, প্রণয় রায়ের বিশ্লেষণ পড়ুন

Advertisement

এই মুহূর্তে আগামী লোকসভা নির্বাচনে তিরুবনন্তপুরম লোকসভা থেকে হ্যাট্রিকের অপেক্ষা করছেন শশী থারুর। তাঁর বিপক্ষে ভোট দাঁড়িয়েছেন বিজেপির কুম্মানাম রাজাশেখরণ এবং সিপিএমের এলডিএফ প্রতিনিধি সি দিবাকরণ।

ইউনাইটেড নেশনে দীর্ঘ কর্মজীবনের শেষে ভারতে ফেরেন শশী থারুর এবং ২০০৯ সালে তিনি পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচিত হন।

Advertisement
Advertisement