This Article is From May 30, 2018

নীরব মোদি নিয়ে মমতার পর এবার তাঁর ভাইপো আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে

তিনি বলেন, “সারদার মালিক সুদীপ্ত সেনের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকার জন্য গ্রেফতার হতে হয়েছিল এই রাজ্যের মন্ত্রীকে

নীরব মোদি নিয়ে মমতার পর এবার তাঁর ভাইপো আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে

.অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে  5 ঘন্টার ধর্নায় বসে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বাংলায় বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের টানটান যুদ্ধের প্রেক্ষাপটটি প্রস্তুত করে দিলেন সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল মন্ত্রীর জেলে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সারদার মালিক সুদীপ্ত সেনের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকার জন্য গ্রেফতার হতে হয়েছিল এই রাজ্যের মন্ত্রীকে। কিন্তু, নীরব মোদির সঙ্গে কতবার দেখা গিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে? বাবুল সুপ্রিয়কে কতবার দেখা গিয়েছে গৌতম কুন্ডুর সঙ্গে? মদন মিত্রের যদি জেল হতে পারে, তাহলে এই বিজেপি নেতারাই বা জেলের বাইরে থাকবে কেন”? উষ্মা প্রকাশ করে বলেন অভিষেক।
সারদা কান্ডে জড়িয়ে জেল হয়েছিল মদন মিত্রের। আপাতত তিনি জামিনে মুক্ত।
গৌতম কুন্ডু ছিলেন রোজভ্যালি চিটফান্ডের মালিক। তিনি এখনও জেলে।
তৃণমূলের আরও অনেক সাংসদ-বিধায়কেরাও 2013 সালের সারদা কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতের দায়ে অভিযুক্ত নীরব মোদিকে দাভোসে আরও অনেক শিল্পপতির সঙ্গে এক ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
ওই ছবি দেখে রাহুল গান্ধী টুইট করেছিলেন, “ভারতকে লুটে নেওয়ার দুটি পদ্ধতি।
1.  প্রধানমন্ত্রী মোদিকে আলিঙ্গন করো।
2. তাঁর সঙ্গে দাভোসে গিয়ে ছবি তুলুন। এই দুই পদ্ধতি অবলম্বন করে আপনি
   ক) 12000 কোটি টাকা চুরি করুন।
   খ) দেশ থেকেই পালিয়ে যান। ঠিক যেমনটা করেছে বিজয় মালিয়া। সরকার তখন অন্যাদিকে তাকিয়েছিল”।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পঙে ছিলেন। জ্বালানী তেলের অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে  5 ঘন্টার ধর্নায় বসে।
বক্তৃতার শুরুতে মিডিয়াকে এক হাত নেন অভিষেক। তারপরই হঠাৎ তীব্র আক্রমণ করে বসেন নরেন্দ্র মোদিকে।
পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা এই ধর্নায় উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান 31 মে কলকাতাতে আবার এরকম একটি প্রতিবাদ সভার আয়োজন করা হবে।
 

.