নয়া দিল্লি: মাত্র দু-বছর। আধো আধো বোলে দিব্যি গেয়ে ফেলল লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) আরেকটি জনপ্রিয় গান 'লগ যা গলে'...! সুর একচুল হয়তো এদিক-ওদিক। তাতেও কিন্তু শুনতে ভালো লাগছে। কচি গলায় গান শুনে অবাক নেটিজেন। মুগ্ধ হয়ে বারেবারে শুনছেন সবাই। এবং বলছেন, এই কি তাহলে দ্বিতীয় রাণু মণ্ডল? রাণুও (Ranu Mondal) তো এভাবেই লতাজির গান 'এক প্যায়ার কা নগমা হ্যায়' গেয়ে সোশ্যালে ভাইরাল। রাণাঘাটের স্টেশন ছেড়ে মুম্বইবাসিনী।
স্টেজে উঠে গান ভুলে Viral রাণু! তারপর যা হল...
রাণুর গান লক্ষ লক্ষ মানপ। পছন্দ করেছিলেন। সেই একই পথে হাঁটছে বছর দুয়েকের প্রজ্ঞা মেধাও। স্বীকার করতেই হবে, মেধার প্রচুর মেধা। নইলে, একরত্তি বয়সে কে গানের লাইন মনে রেখে গাইতে পারে! ১৯৬৪ সালে এই গান লতাজি গেয়েছিলেন ''উও কৌন থি'' ছবিতে
দেখুন ভিডিও
সবাই যাতে মনপ্রাণ ভরে শুনতে পারেন শিশুর গান তাই আলাদা করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে তার গান। ফলে, হু-হু করে বাড়ছে ভিডিওর জনপ্রিয়তা।
Click for more
trending news