This Article is From May 03, 2018

সাধারণ ক্রেতাদের স্বস্তির পরে এবার পাইকারি বাজার দরেও স্বস্তির নিঃশ্বাস

আর ফেব্রুয়ারী তে এই দর ছিল এর থেকে সামান্য বেশি 2.48 শতাংশ. বাণিজ্য মন্ত্রালয়ের তরফ থেকে জারি কত রিপোর্ট অনুসারে 2017 সালে এই দর প্রায় দ্বিগুন ছিল 5.11.

সাধারণ ক্রেতাদের স্বস্তির পরে এবার পাইকারি বাজার দরেও স্বস্তির নিঃশ্বাস

प्रतीकात्मक फोटो

नई दिल्ली: নতুন দিল্লী: দেশে পাইকারি বাজারের দর (ডব্লিউপিআই) মার্চ মাসের তুলনায় খানিকটা কমেছে. মার্চ মাসে পাইকারি বাজারের দর 2.47 শতাংশ ছিল. আর ফেব্রুয়ারী তে এই দর ছিল এর থেকে সামান্য বেশি 2.48 শতাংশ. বাণিজ্য মন্ত্রালয়ের তরফ থেকে জারি কত রিপোর্ট অনুসারে 2017 সালে এই দর প্রায় দ্বিগুন ছিল 5.11.

খুচরো বিক্রয়ের বাজারে এর আগেই দ্রব্যমূল্য কমতে দেখা গেছিল. খাদ্য দ্রব্যের দাম কম হওয়ার কারণে মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতির দর কমে গিয়ে 4.28 শতাংশ হয়ে গেছিল. গত মাসে কয়েক বছরের তুলনায় সিপিআই উচ্চ স্তরে ছিল. কারণ 2017 সালে তা 3 .89  শতাংশ তে ছিল.

সিএসও যে তথ্য প্রদান করেছে সেই অনুসারে মার্চে সিএফপিআই সূচ্যাংক  2.81 শতাংশ ছিল. কিন্তু ফেব্রুয়ারী তে তা 3.26 শতাংশ ছিল.গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিজের দ্বিমাসিক মুদ্রা স্ফীতি নীতি সমীক্ষায় প্রযোজ্য আর্থিক বছরের জন্য মুদ্রাস্ফীতির দর 4 .7  শতাংশ থেকে 5.1 শতাংশের মধ্যে থাকার এবং আর্থিক বছরের দ্বিতীয় ছয়মাসে তা 4.4 শতাংশ থাকার অনুমান করেছে.

আরবিআই বাণিজ্যিক ব্যাংকের জন্য অল্পকালীন ঋণ দরের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি.
.