தமிழில் படிக்க Read in English
This Article is From Sep 27, 2018

ফের মোদীকে 'চোর' বলে টুইট করলেন দিব্যা স্পন্দনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লখনউ’র কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা ‘চোর’ বলে টুইট করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার পরেরদিনও তিনি সোশ্যাল মিডিয়াতে মোদীর নামে একই অভিযোগ করলেন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By (with inputs from Agencies)

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শুনে কংগ্রেস নেত্রী বলেন, "ওহ! ঠিক আছে"!

Highlights

  • কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনার নামে মামলা করা হল
  • রাফাল নিয়ে বিতর্কের মাঝেই এই টুইট করেন তিনি
  • তাঁর বিরুদ্ধে করা মামলার খবর শুনে তিনি বলেন, ওহ! ঠিক আছে!
নিউ দিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লখনউ’র কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা ‘চোর’ বলে টুইট করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার পরেরদিনও তিনি সোশ্যাল মিডিয়াতে মোদীর নামে একই অভিযোগ করলেন।

তিনি টুইট করে বলেন, “আমার সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর যাঁরা আমার টুইটটি ‘লাইক’ করেননি, তাঁদের কী বলতে পারি? ওটাকে আরও ‘ক্লাসি’ করার চেষ্টা করব এরপর থেকে। এই সিডিশন আইনটি ভারত থেকে উঠে যাওয়া উচিত। তার কারণ, এই আইনের প্রবল অপব্যবহার হয় এখন। যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কথাটা তাঁদের বললাম”।

ছত্রিশ বছরের অভিনেতা তথা রাজনীতিবিদ মোদীর একটি ফটোশপ ছবি টুইট করে সেটির কপালে চোর লিখে দেন। হ্যাশট্যাগও দিয়ে দেন #ChorPMChupHai বলে। প্রসঙ্গত, এই অভিনেত্রী দক্ষিণ ভারতে ‘রম্যা’ নামে পরিচিত।  

Advertisement