আরসিইপি (RCEP) চুক্তিতে সামিল হয়নি ভারত
নয়াদিল্লি: ইউরোপিয় ইউনিয়নের (European Union) সঙ্গে অবাধ বাণিজ্যচুক্তি (Free Trade Agreement) নিয়ে কথা প্রয়োজন ভারতের, মঙ্গলবার এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। দেশী বাজারে চিনা সামগ্রির বাড়বাড়ন্তের আশঙ্কায় একদিন আগেই চিনের নেতৃত্বে আঞ্চলিক বাণিজ্যচুক্তি প্রত্যাখান করেছে ভারত। কেন্দ্রীয়মন্ত্রী পিযুষ গোয়েল বলেন, রত্ন, বস্ত্র, এবং কৃষিজ সম্পদ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে কথা বলা প্রয়োজন। চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। সাংবাদিক সম্মেলনে পিযুষ গোয়েল বলেন, “ইউপরোপিয় ইউনিয়নের সঙ্গে আমাদের অবাধ বাণিজ্য চুক্তি প্রয়োজন”, সেখানেই তিনি ব্যাখা করেন, সোমবার ১৫টি দেশের মধ্যে হওয়া বাণিজ্যচুক্তিতে কেন সামিল হয়নি (Regional Cooperative Comprehensive Economic Partnership (RCEP) ) ভারত।
পরিষেবা, বিনিয়োগের দিক থেকে “জোরদার দাবি” রেখেছিল ভারত, যার জন্য বাণিজ্য চুক্তি দীর্ঘায়িত হয়, যার মধ্যে রয়েছে আসিয়ান সম্প্রদায়ভুক্ত ১০টি দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং চিন।