Read in English
This Article is From May 28, 2018

স্টেশনের পর এবার ট্রেনও নিতে চলেছে স্বচ্ছতা চ্যালেঞ্জ

2016 সালে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের অধীনে এরকমই একটি সমীক্ষা চালানো হয় সারা দেশের রেলওয়ে স্টেশনগুলিতে।

Advertisement
অল ইন্ডিয়া

IRCTC দ্বারা নিযুক্ত একটি থার্ড পার্টি অডিটর এই সমীক্ষা পরিচালনা করবে বলে জানা গেছে। 

নিউ দিল্লী: স্টেশনের পর এবার প্রায় 200 ট্রেন একে অপরের সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে, ভারতীয় রেলওয়ের সমীক্ষায় সবথেকে স্বচ্ছ ট্রেনের শিরোপা পাওয়ার জন্য।

2016 সালে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের অধীনে এরকমই একটি সমীক্ষা চালানো হয় সারা দেশের রেলওয়ে স্টেশনগুলিতে।

210 টি ট্রেনে মোট 475 টি রেটে এই সমীক্ষা চালানো হবে যার মধ্যে 386 টি রেট ইতিমধ্যেই সমীক্ষা সম্পূর্ণ হয়েছে।

IRCTC দ্বারা নিযুক্ত একটি থার্ড পার্টি অডিটর এই সমীক্ষা পরিচালনা করবে বলে জানা গেছে। 

Advertisement
"এই ধরণের স্বচ্ছতার পরীক্ষা প্রতি বছরই চালানো হবে। এর দ্বারা আঞ্চলিক রেলওয়ে এবং রক্ষণাবেক্ষণ বিভাগের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে এবং নিজেদের প্রতি একটি গর্বের অনুভূতি গড়ে উঠবে" জানালেন রেলের এক আধিকারিক। মাসখানেকের মধ্যেই এই সমীক্ষা সম্পূর্ণ হবে বলে তিনি জানান।

সমীক্ষা বিভাগের প্রধানরা ট্রেনের প্রতিটি বিষয় খতিয়ে দেখবেন, যেমন ট্রেনের শৌচালয়, সরঞ্জাম, যন্ত্রপাতি, লোকবল, ট্রেনের ভেতরে চলাচলের রাস্তা, ভেস্টিবিউল, ময়লা ফেলার ব্যবস্থা, ট্রেনে যাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া চাদর, জলের ব্যবস্থা, কর্মী, কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। প্রতিটি বিষয়ের ওপর আলাদা আলাদা করে নম্বর দেওয়া হবে এবং সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে ট্রেনের শৌচালয় ব্যবস্থা। ট্রেন ছাড়া থেকে আরম্ভ করে যাত্রাস্থলে পৌঁছনো অবধি এই সব বিষয়ে নজর রাখা হবে। এছাড়াও যাত্রীদের প্রতিক্রিয়া এবং অডিটের ভিত্তিতেও এই সমীক্ষা চালানো হবে।

Advertisement
এই নিয়ে তৃতীয় দফায় ভারতীয় রেলওয়ে এই স্বচ্ছতা নিয়ন্ত্রণের জন্য সমীক্ষাটি চালাচ্ছে।

প্রথম দফায় সমীক্ষা হয় 2016 সালে, যাত্রীদের সাক্ষাৎকারের ওপরে ভিত্তি করে। বিভিন্ন স্টেশনে স্বচ্ছতা সম্পর্কে যাত্রীদের মতামত গ্রহণ করে সেই অনুযায়ী সেগুলির মান নির্ধারণ করা হয়।

Advertisement
দ্বিতীয়বার সমীক্ষাটি পরিচালনা করে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া যারা তাদের অংশীদারদের সহায়তায় ভারতীয় রেলওয়ের অধীনে 407 টি বৃহৎ (75 A1 ক্যাটাগরি এবং 332 A ক্যাটাগরি স্টেশন) স্টেশনে সমীক্ষাটি চালায়।

পরবর্তী স্বচ্ছতা সংক্রান্ত সমীক্ষার রিপোর্ট জুলাই মাসের মধ্যে চলে আসবে বলে আশা করছে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া।

Advertisement


 
Advertisement