এই রথযাত্রার মাধ্যমে কোনও সাম্প্রদায়িক বার্তাও প্রচারিত হবে না দাবি বিজেপির।
হাইলাইটস
- রথযাত্রা নিয়ে টালবাহানা চলছে অনেক দিন ধরে
- শেষমেশ ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট রথযাত্রার অনুমতি বাতিল করেছে
- আদালতের নির্দেশ মেনে ন্তুন করে রথযাত্রার জন্য আবেদন জানানো হল
কলকাতা: প্রথমে হাইকোর্ট আর পরে সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে। রাজ্য সরকার গোলমালের আশঙ্কা করায় দুই আদালতই রথযাত্রার অনুমতি বাতিল করেছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে রথযাত্রা করতে হলে নতুন করে রাজ্য সরকারের দ্বারস্থ হতে হবে বিজেপিকে। আবেদনের সঙ্গে এটাও জানাতে হবে যে কর্মসূচি ঘিরে কোনও গোলমাল হবে না। সেকথা মাথায় রেখে বৃহস্পতিবার নতুন করে রথযাত্রা করতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করল বিজেপি। একই সঙ্গে প্রশাসনকে তারা জানিয়েছে শান্তিপূর্ণ ভাবেই এই যাত্রা করতে চায়।
পুলিশের সঙ্গেই উনিশের ভিড় সামলাবেন তিন হাজার তৃণমূল কর্মী
রথযাত্রা নিয়ে টালবাহানা চলছে অনেক দিন ধরে। শেষমেশ ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট রথযাত্রার অনুমতি বাতিল করেছে। আদালত বলেছে যাত্রার সময় গোলমাল হতে পারে বলে রাজ্য সরকার যে আশঙ্কা করছে তা অমূলক নয়। এমতাবস্থায় যাত্রা করতে চেয়ে নতুন করে আবেদন করল বিজেপি। দলের নেতা জয়প্রকাশ মজুমদার এই মর্মে নবান্নে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে জানুয়ারির ২০ থেকে ২২ তারিখের মধ্যে যাত্রা করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তাতে বলা হয়েছে এই রথযাত্রার মাধ্যমে কোনও সাম্প্রদায়িক বার্তাও প্রচারিত হবে না। ঘটবে না কোনও অপ্রীতিকর ঘটনাও।
অন্যদিকে শনিবার তৃণমূলের সমাবেশ হয়ে যাওয়ার পরদিন মানে রবিবার থেকে রাজ্যে একাধিক সভা করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহর। কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আপাতত হাসপাতালে আছেন তিনি। তাই তাঁর জায়গায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে এসে সভা করাচ্ছে বিজেপি।
দেখুন ভিডিও: