This Article is From Jun 17, 2020

সুশান্তের মৃত্যুর পরে 'চামচা সাংবাদিক' এবং 'নোংরা মনের মেয়েদের' দলবাজি নিয়ে সরব রবীনা ট্যান্ডন

প্রযোজক রবি ট্যান্ডনের কন্যা এবং নব্বইয়ের দশকের বিখ্যাত তারকা রবীনা ট্যান্ডনও ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলেছেন। রবীনা ট্যান্ডন এই রঙিন জগতের ‘পাওয়ার প্লে’তে ‘চামচা সাংবাদিক’দের ভূমিকার বিষয়েও কথা বলেছেন।

সুশান্তের মৃত্যুর পরে 'চামচা সাংবাদিক' এবং 'নোংরা মনের মেয়েদের' দলবাজি নিয়ে সরব রবীনা ট্যান্ডন

সুশান্তের সঙ্গে এই ছবিটি শেয়ার করেছেন রবীনা নিজেই

নয়াদিল্লি:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু চলচ্চিত্র জগতের অন্ধকার দিকের দরজায় যেন করাঘাত করেছে, উন্মুক্ত করে দিয়েছে বহু শ্যাওলা পড়া চোরাগলি। সোশ্যাল মিডিয়ায়, এবং বলিউডের অনেকেই বলিউডে নেপোটিজমের জাল এবং দলবাজির অভিযোগ তুলেছেন। একাধিক টুইটের মাধ্যমে অভিনেত্রী রবীনা ট্যান্ডনও জানিয়েছেন বি-টাউনের ‘নোংরা মনের মেয়েদের' দলবাজি রয়েছে। প্রযোজক রবি ট্যান্ডনের কন্যা এবং নব্বইয়ের দশকের বিখ্যাত তারকা রবীনা ট্যান্ডনও ‘নোংরা রাজনীতি'র অভিযোগ তুলেছেন। রবীনা ট্যান্ডন এই রঙিন জগতের ‘পাওয়ার প্লে'তে ‘চামচা সাংবাদিক'দের ভূমিকার বিষয়েও কথা বলেছেন।

“মস্করা করা হয়েছে, সিনেমা থেকে সরিয়ে দিয়েছে নায়করা, নায়কের বান্ধবীরা, চামচা সাংবাদিকরা এবং তাদের কেরিয়ার ধ্বংসকারী ভুয়ো গল্পরা। কখনও কখনও কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়। আপনি নৌকা চালানোর লড়াই চালিয়ে যান, লড়াই করতেই থাকেন। কেউ বাঁচে, কেউ বাঁচে না। আপনি যখন সত্য কথা বলেন, আপনাকে মিথ্যাবাদী হিসাবে দাগিয়ে দেওয়া হয়,” টুইট করেছেন রবীনা ট্যান্ডন।

রবীনা জানান, ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও এমনটা তার সঙ্গেও ঘটেছিল। “ওরা আমাকে যতটা কবর দেওয়ার চেষ্টা করেছিল, আমি ততটাই কঠিন লড়াই করেছিলাম,” তিনি টুইট করেছেন।

রবীনার টুইটগুলি পড়ুন:

শূল, আকস, জিদ্দি, খিলাড়িও কা খিলাড়ি এবং আন্দাজ আপনা আপনার মতো চলচ্চিত্রের তারকা রবীনা ট্যান্ডনকে ১৯৯৪ সালের মোহরাতে ফিরে আসার আগে ধারাবাহিকভাবে ফ্লপ অভিনয় করার জন্য চলচ্চিত্র দুনিয়ার অনেকেই ‘ব্যর্থ' হিসেবে দাগিয়ে দেয়। দমনে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার বিজয়ী রবীনা ট্যান্ডন ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন এবং ২০১৭ সালে শাবের মতো চলচ্চিত্রে তাঁকে শেষ দেখা যায়।

চিত্রপরিচালক করণ জোহর এবং আলিয়া ভাট, দু'জনই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান, যদিও শেষকৃত্যে তাঁদের দেখ যায় নি। কফি উইথ করণের একটি পর্বে সুশান্তকে অপমান করার অভিযোগও নেটিজেনরা তুলেছেন এই দুই তারকার বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্যে অংশ নিয়ে অভিনেতা বিবেক ওবেরয়ও বলিউডকে “বেশি যত্নবান হওয়ার” আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। রবীনা ট্যান্ডন তাঁর টুইটের আগে রবিবার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন: “কে জানত যে এই হাসিখুশি-চঞ্চল যুবকটি তার হৃদয়ের গভীরে তীব্র দুঃখ লুকিয়ে রেখেছিল, হাসির আড়ালে সব লুকিয়ে ছিল! যদি খুব কাছের কিছু বন্ধুদের কাছে সব বলতে পারত, সম্ভবত, আমরা হয়তো অন্যভাবে ওকে দেখতে পেতাম। এই জীবদ্দশায় আমি কেবল ওর সঙ্গে দু'বার দেখা হয়েছে, ওকে ভাল করে চিনি না, তবে তাঁর আন্তরিকতা, প্রতিভা এবং খোলা মন সবার জন্য উন্মুক্ত ছিল।"

অভিনেতা রণভীর শোরে এবং নিখিল দ্বিবেদী, চিত্রনির্মাতা অনুভব সিনহাও তাদের সহকর্মীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। পৃথক টুইট বার্তায় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর “যারা (সুশান্ত সিং রাজপুত) কে হতাশ করেছেন” বলে উল্লেখ করেছেন।

বালাজি টেলিফিল্মের সিরিয়াল পবিত্র রিশতা দিয়ে সুশান্ত সিং রাজপুতের কর্মজীবন শুরু। শেষ তাঁকে ছিঁছোড়ে এবং নেটফ্লিক্স ফিল্ম ড্রাইভে দেখা গিয়েছিল। রাজনীতিবিদ সঞ্জয় নিরুপম, যিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল ছিলেন, অভিযোগ করেছেন যে, সুশান্ত সিং রাজপুত ছিঁছোড়ের সাফল্যের পরে সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তবে ছয় মাসের মধ্যে সমস্ত ছবি তাঁর হাত থেকে চলে যায়।

(আপনার যদি সহায়তার দরকার হয় বা এমন কাউকে জানা থাকে যার সাহায্যের দরকার তবে দয়া করে আপনার নিকটস্থ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন)

AASRA: 91-22-27546669 (24 hours) Sneha Foundation: 91-44-24640050 (24 hours) Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours) iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm) Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

.