Read in English
This Article is From Feb 08, 2019

প্রকাশিত প্রতিবেদন থেকেই প্রমাণ হয়ে যায় চৌকিদার-ই চোর

 লোকসভায় গতকাল  বক্তব্য পেশ করেন মোদী।  সেখানে রাখার প্রসঙ্গে কংগ্রেসের তোলা অভিযোগ খারিজ করেছেন তিনি।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন কে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি
  • রাহুল বলেন প্রধানমন্ত্রী দপ্তর জনগণের স্বার্থে হস্তক্ষেপ করে নি
  • প্রতিবেদন থেকেই প্রমাণ হয়ে যায় চৌকিদার ই চোরঃ রাহুল
নিউ দিল্লি :

দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন কে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই সর্ব ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে  প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপ চায়নি প্রতিরক্ষা মন্ত্রক। কংগ্রেস সভাপতি বলেন এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী দপ্তর রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে  হস্তক্ষেপ করেছিল শুধু তাই নয় এরপর সুপ্রিম কোর্টের রায়ও  প্রশ্নের মুখে পড়ে।  রাহুল বলেন প্রধানমন্ত্রী দপ্তর জনগণের স্বার্থে হস্তক্ষেপ করে নি।  তারা অনীল আম্বানির  জন্য হস্তক্ষেপ করেছিল।  প্রতিবেদন থেকেই প্রমাণ হয়ে যায় চৌকিদার ই  চোর।  সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন রাহুল। এর আগেও একাধিকবার এ প্রসঙ্গে সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি।

লোকসভায় গতকাল  বক্তব্য পেশ করেন মোদী।  সেখানে রাখার প্রসঙ্গে কংগ্রেসের তোলা অভিযোগ খারিজ করেছেন তিনি। তাঁর দাবি রাফাল নিয়ে  আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা বলে কংগ্রেস।   প্রথমে বিস্মিত হলেও পরে আমি বুঝতে পারি দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় প্রতিরক্ষাবিষয়ক একটা চুক্তি ও সততার সঙ্গে করেনি  কংগ্রেস।  সমস্ত কিছুতেই ওদের কোনও না কোনও মামা বা কাকা প্রয়োজন হয়েছে।

Advertisement