This Article is From Nov 14, 2018

উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাফাল কেনা সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্টে জমা দিল কেন্দ্র

রাফাল প্রসঙ্গে মোদীকে বিঁধেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।  টুইটে রাহুলের  খোঁচা, আলাদাতের কাছে নিজের চুরি স্বীকার করে  নিলেন প্রধানমন্ত্রী

উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাফাল কেনা সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্টে জমা  দিল কেন্দ্র

আরও  একবার রাফাল প্রসঙ্গে মোদীকে বিঁধেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

হাইলাইটস

  • রাফাল যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত তথ্য মুখ বন্ধ খামে জমা দিল কেন্দ্র
  • অরুণ জেটলি নির্মলা সীতারমন এবং কে কে বেনুগোপাল আলোচনা করেন
  • রিপোর্ট জমা দেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও
নিউ দিল্লি:

রাফাল যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জমা দিল কেন্দ্র। মুখ বন্ধ খামের ভেতর এ সংক্রান্ত তথ্য  জমা  দেওয়া হয়েছে  বলে  খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন  এবং অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল  নিজেদের মধ্যে  দীর্ঘ আলোচনা করেছেন।  তার পরই রিপোর্ট জমা পড়েছে।  আরও জানা  গিয়েছে  রিপোর্ট জমা দেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  এর আগে রাফালে  যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়েছিল সুপ্রিম কোর্ট।   তথ্য জানতে চেয়ে প্রধান বিচারপতি  রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ বলেছিল, সরকারের উদ্দেশে কোনও নোটিশ দেওয়া হচ্ছে না। আমরা শুধু নিজেদের সন্তুষ্ট করতে চাই।

 

36টি রাফালে যুদ্ধ বিমানের দাম দাম 9  শতাংশ কম, রাফালে চুক্তি সম্পর্কে দাবি ডসল্টের সিইও'

 

সূত্রের খবর বেনুগোপাল এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধান্ত নেন  যুদ্ধ  বিমান কেনা সংক্রান্ত সম্পূর্ণ তথ্যই রিপোর্টে উল্লেখ  করা হবে। শুধু তাই নয় আদালত চাইলে এ  ব্যাপারে  হলফনামা দেওয়ার কথাও ভেবে রেখেছে  কেন্দ্র।    

একই সঙ্গে এই মামলার আবেদনকারীদের দেওয়া তথ্যে কেন্দ্র জানিয়েছে যুদ্ধ বিমান কেনা  প্রসঙ্গে   2015 সালের এপ্রিল মাসের  10 তারিখ আনুষ্ঠানিক ঘোষণা  করলেও  ওই বছর মে মাসের 13 তারিখ-ই এ  বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  হয়েছে।

অন্যদিকে আরও  একবার রাফাল প্রসঙ্গে মোদীকে বিঁধেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।  টুইটে রাহুলের  খোঁচা, আলাদাতের কাছে নিজের চুরি স্বীকার করে  নিলেন প্রধানমন্ত্রী।

রাফাল বিমান কেনা প্রসঙ্গে করা কয়েকটি আবেদন নিয়ে  আজ শুনানি হবে  সুপ্রিম  কোর্টে।  

 

.