Read in English
This Article is From Jun 09, 2018

দু’বছরের বিরতির পর আগামী 13 জুন ইফতার পার্টির আয়োজন করবে কংগ্রেস

নিমন্ত্রণকর্তা দলের সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের প্রধান হিসাবে এটি রাহুল গান্ধীর প্রথম ইফতার পার্টি।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

2015 সালে কংগ্রেসের পক্ষ থেকে শেষ ইফতার পার্টি দেওয়া হয়।

নিউ দিল্লি: টানা দু’বছরের বিরতির পর আগামী 13 জুন ইফতার পার্টি করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। নিমন্ত্রণকর্তা দলের সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের প্রধান হিসাবে এটি রাহুল গান্ধীর প্রথম ইফতার পার্টি।
কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রধান নাদিম জাভেদ বলেন, “দিল্লির তাজ প্যালেস হোটেলে আগামী 13 জুন ইফতার পার্টি হবে”।
গত দু’বছর ইফতার পার্টি দেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। রমজান মাসের প্রত্যেকদিনই রোজা শেষ হওয়ার পর এই পার্টি দেওয়া হয়। 2015 সালে সনিয়া গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে শেষ ইফতার পার্টি দেন।
কংগ্রেস প্রচলিত প্রথা মেনেই এই পার্টিতে সব ধর্মের ও সব দেলের নেতাদের ও শীর্ষ কূটনীতিকদের আমন্ত্রণ জানায়।
এই ইফতারকে বিরোধী দলের ঐক্যের কেন্দ্র হিসাবেও দেখা হচ্ছে। 2019 এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোটের নেতৃত্বে থাকতে চাওয়া কংগ্রেসের কাছেও এই ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রচলিত প্রথা মেনে এই বছর রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ ইফতার দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখায় পরদিনই কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও ইফতার পার্টিতে তুমুল ব্যয়ের জন্য বিভিন্ন মহল থেকে সমালোচিত হন।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement