Read in English
This Article is From Nov 23, 2018

মার্কিন পর্যটকের মৃত্যুর পর স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা নিয়ে উঠছে প্রশ্ন

সেন্টিনেল পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত একটি দ্বীপ। এখানকার বাসিন্দারা  কোনও দিনই বিশ্বের সাথে কোনও  যোগাযোগ রাখেনি।     

Advertisement
অল ইন্ডিয়া

সেন্টিনেল পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত একটি দ্বীপ।

Highlights

  • নিরাপত্তার ফাঁক নিয়ে ভারত সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিশেষজ্ঞরা
  • গত জুন মাসে চালু হওয়া একটি নিয়মের দিকে আঙুল তুলেছেন তাঁরা
  • বিশেষজ্ঞদের অনুমান নিয়মের ফাঁক গোলে উত্তর সেন্টিনেল দ্বীপে যান জন
কলকাতা:

মার্কিন পর্যটক জন অ্যালেনের লেখা শেষ কথাটা আমাদের দেশের নিরাপত্তা অভাবের বিষয়টি থেকে আমাদের রক্ষা করলেও, জন যাই লিখুন  না কেন নিরাপত্তার ফাঁক নিয়ে  ভারত সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিশেষজ্ঞরা।  আর তাঁদের প্রায় সকলেই গত জুন  মাসে চালু হওয়া  একটি নিয়মের দিকে আঙুল তুলেছেন। তাঁদের অভিমত মার্কিন পর্যটকের দুঃসাহসিক অভিযানের জন্য দায়  আছে  ওই  নিয়মের।  কী ছিল ওই  নিয়মে?   তাতে বলা হয়েছিল আন্দামানের ২৯ টি দ্বীপ যেতে বিশেষ  অনুমতি নিতে হবে না বিদেশি পর্যটকদের। আর বিশেষজ্ঞদের অনুমান স্বরাষ্ট্র মন্ত্রকের এই নিয়মের ফাঁক গোলে উত্তর সেন্টিনেল দ্বীপে পৌঁছে  যেতে  পেরেছিলেন জন। এমনিতে  রেস্ট্রিক্টেড এড়িয়া পারমিট  বা রাপ ছাড়া ওই দ্বীপে পৌঁছানো যায় না।

শেষবার উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার আগে রাতে মৃত্যু ভয় গ্রাস করেছিল মার্কিন পর্যটককে                                                                                                                             

       

 

জুলাই মাসের ১৩ তারিখ নৃ-বিজ্ঞানীর বিশ্বজিৎ পান্ডিয়ার    দায়ের  করা  অভিযোগের ভিত্তিতে রাপ সম্পর্কে আন্দামান  প্রশাসনের কাছে জানতে  চায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এখনও  কোনও উত্তর দেয়নি স্থানীয় প্রশাসন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে  তফশিলি জাতি এবং উপজাতি কমিশন একটি পরামর্শ দিয়ে। তাতে বলা হয়েছে  পর্যটনের উন্নয়নের স্বার্থে এমন কিছু না করতে যার পরিণাম খারাপ হতে পারে।

 

 সেন্টিনেল পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত একটি দ্বীপ। এখানকার বাসিন্দারা কোনও দিনই বিশ্বের সাথে কোনও  যোগাযোগ রাখেনি।    

মন্ত্রিত্বের পর মেয়র পদও ছাড়লেন শোভন, ইস্তফা গৃহিত হল

Advertisement

সূত্রের খবর রাপ তুলে  দেওয়ার জন্য চাপ  দিচ্ছিল পর্যটন সংস্থা। চেম্বার অফ কমার্সও  চাপ দিচ্ছিল। আর জানা গিয়েছে নিরাপত্তার ফাঁকের বিষয়টি লেফটান্যান্ট গভর্নরকেও জানানো হয়েছিল।        

 স্থানীয়  আন্দামান ক্রনিক্যালের সম্পাদক ডেনি গিলস জানিয়েছেন ২০১৬ সাল মোট পাঁচ বার আন্দামানে এসেছেন জন। পঞ্চম বার এসে  স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নিয়মের কথা জেনে সেন্টিনেল দ্বীপে গিয়ে থাকতে  পারে।        

Advertisement

এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:

Advertisement