This Article is From Mar 16, 2020

বকেয়া মেটানো নিয়ে টেলিকম সংস্থাগুলির পক্ষে সওয়াল সরকারের

টেলিকম মন্ত্রকে থাকা বকেয়ার আংশিক ১.৪৭ লক্ষ কোটি টাকা মিটিয়েছে টেলিকম সংস্থাগুলি।

বকেয়া মেটানো নিয়ে টেলিকম সংস্থাগুলির পক্ষে সওয়াল সরকারের

বকেয়া নিয়ে টেলকম সংস্থাগুলির পক্ষে সরকার

নয়াদিল্লি:

টেলিকম সংস্থাগুলির (Telecom Firms) বকেয়া (AGR dues) মেটানোর জন্য তাদের ২০ বছরের সময়সীমা দেওয়া উচিত, সোমবার সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করল কেন্দ্র, টেলিকম সংস্থাগুলি বকেয়া মেটানোর জন্য আরও সময় চেয়েছিল, সেখানে তাদের দ্রুত বকেয়া মেটাতে বলে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে টেলিকমসংস্থগুলির পক্ষেই সওয়াল করল সরকার। টেলিকমসংস্থা ইতিমধ্যেই তাদের বকেয়ার আংশিক পরিশোধ করেছে জানিয়ে এদিন সরকার বলে, “সু্প্রিম কোর্টের রায়ের পর অনেক পরিমাণে টাকা শোধ করতে হবে।এটা অনিবার্য হতে পারে, যা কারও স্বার্থের পক্ষে নয়”। সংস্থাগুলির মালিকদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ তুলে তাঁদের আদালতে হাজিরা দিতে বলার পর, টেলিকম মন্ত্রকে থাকা বকেয়ার আংশিক ১.৪৭ লক্ষ কোটি টাকা মিটিয়েছে টেলিকম সংস্থাগুলি।

গতমাসে শুনানিতে, বকেয়া না মেটানো নিয়ে সংস্থাগুলি এবং সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। কারণ, এর আগে, অক্টোবরে, টেলিকম মন্ত্রকের দাবি সমর্থন করে তিনমাসের পক্ষে মোবাইল সংস্থাগুলিকে ৯২,০০০ কোটি টাকা বকেয়া মেটাতে বলে শীর্ষ আদালত।

জানুয়ারিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানায় টেলিকম সংস্থাগুলি, সেই আর্জিও  খারিজ হয়ে যায়।

সরকারের বক্তব্য, “কোনও বড় টেলিকমসংস্থাকে দেউলিয়ার দিকে ঠেলে দিলে, তার বিপরীত প্রতিক্রিয়া হতে পারে”।  আরও বলা হয়, “টেলিকম সংস্থাগুলির ওপর এখনই কোনও বিপরিত প্রতিক্রিয়া শুধুমাত্র অর্থনীতিকেই নয়, কোটি কোটি গ্রাহকেরও ক্ষতি করবে”।

.