মুম্বাইতে আন্না সেবার সময় বাচ্চাদের সঙ্গে মুকেশ আম্বানি ও নিতা আম্বানি
মুম্বাই: মেয়ের বিয়ের মতোই, ছেলের বিয়ের শুরুটাও হল দুঃস্থদের অন্নভোজন করিয়ে। মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানি বুধবার মুম্বাইয়ের সমস্ত অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে আন্না সেবা শুরু করেছিলেন। ছেলে আকাশের হবু স্ত্রী শ্লোক মেহতা পরিবারের সঙ্গে মিলে প্রায় ২,০০০ শিশুকে খাইয়েছে আম্বানি পরিবার।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কোয়ারের উদ্বোধন উপলক্ষে এই বাচ্চাদের এক চিত্তাকর্ষক মিউজিকাল ফাউন্টেন শো দেখানো হয়। বন্দে মাতরম ও জয় হো গানের তালে তালে ঝরণার জলের ওঠা নামা দেখে বেজায় খুশি শিশুরাও।
যোনিতে রড নয়, মগজে শিক্ষা ঢোকান.....অর্ধেক নয়, মানুষের জন্য হোক সাম্যের আসমান
ডিসেম্বরে তাঁদের মেয়ে ইশার বিয়ের আগেও আম্বানিরা একই রকম আন্না সেবা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রাজস্থানের উদয়পুরে ৫,০০০ জনেরও বেশি লোককে ভোজন করিয়েছিলেন তাঁরা।
বিভিন্ন এনজিও থেকে আসা বাচ্চাদের সঙ্গে মিউজিক্যাল ফাউন্টেন শোতে নিতা আম্বানি
International Women's Day 2019: নির্বাচনের আগে কী কী দাবি নিয়ে এল 'Womanifesto'?
আকাশ আম্বানি ও শ্লোক মেহতা এই মাসেই বিয়ে করবেন। আম্বানিরা মুম্বাইয়ের তাঁদের বাসভবনে ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের উদযাপন।
সুইজারল্যান্ডের সেন্ট মরিটজে তিনদিন ব্যাপী উদযাপনের পর মুম্বাইয়ে শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব। বলিউডের সেলিব্রিটিরা যেমন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর কাপুর এবং অন্যান্য সেলিব্রিটিরাও উদযাপনের অংশ হয়েছেন। সঙ্গীত জগতের দুই বিখ্যাত নাম কোল্ডপ্লে এবং চেনস্মোকার্স অতিথিদের জন্য বিশেষ অনুষ্ঠান করেন।
শ্লোক মেহতা হীরা ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা। গোয়াতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আকাশ আম্বানি তাঁকে বিয়ের প্রস্তাব দেন। আম্বানিরা পরে এই দম্পতির জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করে।
ইতালির লেক কমোতে ইশা আম্বানির এনগেজমেন্টেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।