This Article is From Oct 05, 2018

মহিলাদের নিজের যৌনাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ, ক্ষমা চাইলেন AIB এর এই কমেডিয়ান

উৎসবের বিরুদ্ধে ওঠা অভিযোগে ওই মহিলারা জানিয়েছেন যে শুধু যে উৎসব নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতেন তাই নয়, ওই মহিলাদেরও নিজেদের নগ্ন ছবি পাঠাতে বলতেন। তাঁদের এই অভিজ্ঞতা অচিরেই #MeToo অংশ হয়ে ওঠে।

এআইবি একটি বিবৃতিতে জানিয়েছে, তাঁরা তাঁদের ইউটিউব থেকে উৎসবের সমস্ত ভিডিওই ডিলিট করে দেবেন।

নিউ দিল্লি:

একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল স্ট্যান্ড-আপ কমেডিয়ান উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া বাকচোদ-এর (AIB) নানা ভিডিওতেই স্ট্যান্ড আপ কমেডির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উৎসবের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক মহিলা।

বহু মহিলাকেই সোশ্যাল মিডিয়ায় নিজের যৌনাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ উঠেছে এই কমেডিয়ানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় একটি ক্রুজে একদল ভারতীয় পুরুষ কীভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করেছেন সেই বিষয়ের একটি টুইটেই উঠে এসেছে উৎসবের বিষয়টি।

গতকাল রাতে তিনি টুইট করে জানিয়েছেন, " সমস্ত অ্যাকাউন্ট থেকেই আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে। এখানে কোনও অজুহাত নেই। আমি জানি অবিবেচকের মতো শোনাচ্ছে। যখন থেকে এই পুরো জিনিসটা শুরু হলো, আমি নিজেকেই শিকার হিসাবে দেখছি।”

আজ সকালে তিনি জানিয়েছেন কোনও অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি আইনের সাহায্য নিতে প্রস্তুত। এআইবি একটি বিবৃতিতে জানিয়েছে, উৎসবের এই আচরণ অসহনীয়। তাঁরা তাঁদের ইউটিউব থেকে উৎসবের সমস্ত ভিডিওই ডিলিট করে দেবেন।

"আমরা নিরাপদ কর্মস্থল ও কার্যক্ষেত্রে সহযোগী পরিবেশ বজায় রাখতে সচেতন থাকি। কিন্তু উৎসবের মতো মানুষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে তাতে কাজের পরিবেশ বিষাক্ত, ভীতিকর এবং মহিলাদের জন্য অনিরাপদ হতে পারে। আমরা দুঃখিত।" টুইটারে পোস্ট করেছে এআইবি। তাঁরা আরও জানিয়েছে তদন্তে পূর্ণ সহায়তা করবেন তাঁরা। এআইবি স্পষ্ট করে জানিয়েছে যে উৎসব চক্রবর্তী কখনও প্রধান লেখক হিসাবে কাজ করেননি এবং এখন আর সংগঠনের অংশ নন।

উৎসবের বিরুদ্ধে ওঠা অভিযোগে ওই মহিলারা জানিয়েছেন যে শুধু যে উৎসব নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতেন তাই নয়, ওই মহিলাদেরও নিজেদের নগ্ন ছবি পাঠাতে বলতেন। তাঁদের এই অভিজ্ঞতা অচিরেই #MeToo অংশ হয়ে ওঠে।

পোস্টগুলি নোট করে মুম্বাই পুলিশ টুইট করেছে: "আমরা বিষয়টি অগ্রাধিকার দিয়েই তদন্ত করব।" যে মহিলা প্রথম উৎসবের বিরুদ্ধে অভিযোগ করেন সেই মহিলাকেও পুলিশ টুইট করে জানিয়েছে যে, "আমরা আপনাকে ফলো করেছি। আপনার নাম্বার আমাদের ইনবক্স করার জন্য অনুরোধ করছি।"

স্ট্যান্ড-আপ কমেডিয়ান বরুণ গ্রোভার এবং অদিতি মিত্তল এবং সোনম কাপুর আহুজা টুইট করেছেন যে, বিবৃতি জারি করে AIB ভালো সিদ্ধান্ত নিয়েছে। কমেডিয়ান অভিষেক উপমন্যু লিখেছেন, " সবকিছুই সত্য এবং অনেক মানুষই জানতেন, তারপরেও ওর সঙ্গে কাজ করছেন।"

কৌতুকাভিনেত্রী মল্লিকা দোয়া টুইট করেছেন: "এই খবর শুনে আমার অসুস্থ লাগছে এবং ভয় হচ্ছে, রাগ এবং লজ্জা হচ্ছে! কোথা থেকে এই পুরুষেরা এমন ঔদ্ধত্য দেখান? সমাজ থেকেই তো!" উৎসব চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসার কিছু দিন আগেই হিন্দি চলচ্চিত্র অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধেও যৌনহেনস্থার অভিযোগ সামনে এনেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ভারতের নিজস্ব #MeToo আন্দোলনের আশা দেখছেন অনেকেই।

বিশ্বব্যাপী জনপ্রিয় #MeToo আন্দোলন শুরু হয় এক বছর আগে। 5 অক্টোবর হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে 1990 সালে একজনকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।

.