This Article is From Aug 10, 2018

রায়পুর ও যোধপুরের এইমস পেল নতুন অধিকর্তা

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, দিল্লির এইমসের ওপর থেকে চাপ কমানোর জন্যই গোটা দেশ জুড়ে এইমস তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার

Advertisement
অল ইন্ডিয়া Translated By

নতুন এইমস তৈরি হবে ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, ঋষিকেশ, রায়পুরে।

নিউ দিল্লি:

রায়পুর ও যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর দুই নতুন অধিকর্তাকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। রায়পুরের এইমসের অধিকর্তা হতে চলেছেন নীতিন এম নাগরকর। যোধপুরের এইমসের অধিকর্তা হবেন সঞ্জীব মিশ্র। আজ স্বাস্থ্য মন্ত্রক থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

প্রধান মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা (পিএমএসএসওয়াই) কেন্দ্রীয় সরকার ছ’টি নতুন এইমস তৈরির পরিকল্পনা করেছে ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, ঋষিকেশ, রায়পুরে। আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থা ও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাব্যবস্থার বন্দোবস্ত পোক্ত করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রধান মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে আরও দুটি নতুন এইমস তৈরি করা হবে উত্তরপ্রদেশের রায়বরেলীতে এবং পশ্চিমবঙ্গের রায়গঞ্জে।

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, দিল্লির এইমসের ওপর থেকে চাপ কমানোর জন্যই গোটা দেশ জুড়ে এইমস তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement