This Article is From Apr 03, 2020

করোনায় মৃতদের শেষকৃত্য নিয়ে তেলেঙ্গানা সরকারের নির্দেশকে স্বাগত আসাদুদ্দিন ওয়াইসির

সারা দেশের মুসলমানদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও অনুরোধ জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি

করোনায় মৃতদের শেষকৃত্য নিয়ে তেলেঙ্গানা সরকারের নির্দেশকে স্বাগত আসাদুদ্দিন ওয়াইসির

হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। (ফাইল চিত্র)

হাইলাইটস

  • সারা দেশের মুসলমানদের কাছে আবেদন আসাদুদ্দিন ওয়াইসির
  • করোনায় মৃতের শেষকৃত্য নিয়ে তেলেঙ্গানা সরকারের নির্দেশকে স্বাগত জানান তিনি
  • আসাদুদ্দিন ওয়াইসি হায়দরাবাদের সাংসদ
নয়াদিল্লি:

হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) করোনায় (Coronavirus) মৃত ব্যক্তিদের শেষকৃত্য নিয়ে তেলেঙ্গানা সরকারের তৈরি করা বিধিনিষেধকে স্বাগত জানালেন। পাশাপাশি তিনি সারা দেশের মুসলমানদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও অনুরোধ জানিয়েছেন। এদিন আসাদুদ্দিন টুইট করে লেখেন, ‘‘কবর দেওয়ার সময় কোনও মূল্যে পাঁচ জনের বেশি লোক থাকা উচিত নয়। কাউকে হারানো আমাদের পক্ষে খুবই কঠিন। কিন্তু এটাও মনে রাখবেন যে, আপনার চারপাশের লোকদের জন্যও আপনার একটি বড় দায়িত্ব রয়েছে। তাদের ঝুঁকির মধ্যে রাখবেন না।''

অন্য একটি টুইটে তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘‘এই মূল বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। এটা সব মুসলমানকেই বুঝতে হবে যে নমাজ-এ-জনাজা অর্থে ভিড় করা নয়। নিয়ম অনুযায়ী, দু'জন ব্যক্তির শেষকৃত্যে যোগ দেওয়া উচিত ও কবরখান‌াতেই নমাজ-এ-জনাজা করা উচিত।''

তেলেঙ্গানা সরকারের জারি করা গাইডলাইন শেয়ার করে আসাদুদ্দিন লেখেন, ‘‘তেলেঙ্গানায় করোনায় মৃতদের অন্তিম সংস্কার ও কবরের জন্য এই নির্দেশ।''

এর আগে লকডাউনে বিহারের শ্রমিকদের পলায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেছিলেন আসাদুদ্দিন।

.