This Article is From Oct 04, 2019

পাক হেলিকপ্টার ভেবে নিজেদের হেলিকপ্টারকে গুলি করে নামানোর সিদ্ধান্ত "বড় ভুল" ছিল, বললেন বায়ুসেনা প্রধান

Budgam Helicopter Crash: ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বদগামে গুলি করা নামানো হয় এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারটি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Budgam Helicopter Crash: এমআই -১৭ হেলিকপ্টারটি ভেঙে দু'টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়

নয়া দিল্লি:

ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে  সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বদগামে এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারটিকে (Budgam Helicopter Crash) পাকিস্তানের হেলিকপ্টার ভেবে গুলি করা নামানোর সিদ্ধান্ত একটা "বড় ভুল" ছিল, বললেন বায়ুসেনার (Air Force) প্রধান  রাকেশ কুমার সিং ভদৌরিয়া (Rakesh Bhadauria) । ওই ঘটনায় বায়ুসেনার ৬ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হন। "এটি একটি বড় ভুল ছিল। আমরা এটিকে মেনে নিয়েছি," বায়ুসেনা প্রধান বলেছেন এ কথা। পাশপাশি তিনি জানিয়েছেন যে গত সপ্তাহে  এই ঘটনার তদন্ত শেষ হয়েছে।  "আমাদের ক্ষেপণাস্ত্রটিই আঘাত করে ওই হেলিকপ্টারটিকে । এটি প্রমাণিত হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে," বলেন এয়ার চিফ মার্শাল ভদৌরিয়া।

যাঁদের ভুলে ওই ঘটনা ঘটেছে সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে  সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বদগামে গুলি করা নামানো হয় এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারটি।

Advertisement

উপকূলে জঙ্গি হামলা হলে ভারতও প্রস্তুত, কেরলে জানালেন রাজনাথ সিংহ

বিচারবিভাগীয় তদন্তে দেখা গেছে, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে মিসাইল ছুঁড়ে ওই হেলিকপ্টারটি নামানো হয়েছিল। বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা আধিকারিকরাই ওই সাংঘাতিক ভুলটি করে বসেন। টেক-অফের ১০ মিনিট পরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ভয়াবহ আগুন ধরে যায় তাতে। যেখানে ওই হেলকপ্টারটি ভেঙে পড়ে তার পাশেই জনবসতি ছিল। এমআই -১৭ হেলিকপ্টারটি ভেঙে দু'টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। 

Advertisement

কোন ৫৮ টি দেশ জম্মু ও কাশ্মীর ইস্যুতে তাঁদের সমর্থন করেছে, প্রশ্ন শুনে মেজাজ হারালেন পাক বিদেশমন্ত্রী

পুলওয়ামায় সন্ত্রাস হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যেই  সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামা হামলায় শহিদ হন ৪০ জন সেনা জওয়ান।

Advertisement

একই দিনে জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি যুদ্ধবিমানর মধ্যে একটি ডগফাইটও হয়।

দেখে নিন ০৩.১০.২০১৯-এর সেরা খবর:

  .  

Advertisement

Advertisement