This Article is From Jul 10, 2018

মুম্বাই বিমানবন্দরে একটুর জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

বিমানের সমস্ত যাত্রীই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

মুম্বাই বিমানবন্দরে একটুর জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

বিমান এবং যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি

মুম্বাই:

প্রবল বর্ষণের কারণে মুম্বাই বিমানবন্দরের রানওয়েতে তুলুম বিপদের মুখে পড়তে চলেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানের সমস্ত যাত্রীই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

প্রধান রানওয়েটি বন্ধ থাকার জন্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে ছাড়া ওই বিমানটি বিকল্প রানওয়েতে অবতরণ করে বলে জানান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র।

দুপুর 2:51 মিনিট নাগাদ রানওয়েটি শেষ হওয়ার মাত্র 10 ফুট আগে থেমে যায় বিমানটি।

“বিমানটি একদম ঠিকভাবে অবতরণ করেছিল। কিন্তু প্রবল বর্ষণের জন্য রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সর্বোচ্চ ব্রেক ব্যবহার করে বিমানটি একদম রানওয়ে শেষ হওয়ার মুখে থেমে যায়” জানিয়েছেন ওই মুখপাত্র।

এই ঘটনায় বিমান বা বিমানের যাত্রীদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মুম্বাইতে ভয়াবহ বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত। রানওয়ের পিচ্ছিল হওয়ার কারণও এই বর্ষণই। তবে এত খারাপ অবস্থা কেন হয়ে গেল রানওয়ের, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরে কর্তৃপক্ষের তরফে খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে বলে জানা গিয়েছে।

.