কাকতালীয় ভাবে এ বছরই অর্ধ শতাব্দী পূরণ করছে বোয়িং বিমান। (প্রতীকী ছবি )
হাইলাইটস
- ডবল ডেকার বোয়িং 747 বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া
- রাজধানী থেকে মুম্বই এবং কলকাতার মধ্যে উড়বে বিমান
- চার ইঞ্জিন বিশিষ্ট বিমানগুলি সাধারণত বিদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে
মুম্বই: উৎসবের মাসে দিল্লি থেকে মুম্বই এবং কলকাতার মধ্যে 423 আসনের ডবল ডেকার বোয়িং 747 বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। এ মাসের 16 তারিখ থেকে শুরু হচ্ছে পরিষেবা। এই 423 আসনের মধ্যে 12 টি প্রথম শ্রেণির, 26টি বিজেনজ ক্লাসের এবং বাকি 385টি ইকনমি ক্লাসের।
প্রতিদিন একটি করে বিমান চলাচল করবে।16 থেকে 21 অক্টোবরের মধ্যে চলবে বিমান। রাজধানী থেকে মুম্বই এবং কলকাতার মধ্যে উড়বে বিমান। চার ইঞ্জিন বিশিষ্ট বিমানগুলি সাধারণত বিদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কাকতালীয় ভাবে এ বছরই অর্ধ শতাব্দী পূরণ করছে বোয়িং।
জানা গিয়েছে সকাল সাতটার সময় একটি বিমান দিল্লি থেকে উড়বে। মুম্বই পৌছবে 9টা নাগাদ। আবার সকাল 10 টা 40 মিনিটে মুম্বই থেকে ছেড়ে বেলা 12 টা 45 মিনিটে দিল্লি পৌঁছবে বিমান। একই দিনে বিকেল 4টে 55 মিনিটে কলকাতার উদ্দেশে উড়বে বিমান। পৌছবে সাত টা নাগাদ। এরপর রাত ন’টা বাজতে দশ মিনিটে দিল্লির উদ্দেশে উড়বে বোয়িং।