This Article is From Dec 26, 2019

কফি পান শেষে কামড়ে খাওয়া যাবে কাপ! কোন বিমান সংস্থার উড়ানে মিলছে এর দেখা?

এই নতুন কাপের স্বাদ হবে ভ্যানিলার। এটি এমন ভাবে তৈরি যাতে কফির মতো উষ্ণ পানীয় রাখা সত্ত্বেও কোনও ভাবেই গলবে না।

কফি পান শেষে কামড়ে খাওয়া যাবে কাপ! কোন বিমান সংস্থার উড়ানে মিলছে এর দেখা?

প্রথমে চুমুক, তারপরে কাপে কামড়— অভিনব পরিকল্পনা বিমান সংস্থার।

গরম কফি খাওয়ার পরে কাপটাও কামড়ে কড়মড় করে চিবিয়ে খেতে (Edible Cups) কেমন লাগবে? এমনই অভিজ্ঞতা আপনারও হতে পারে যদি এয়ার নিউজিল্যান্ডের (Air New Zealand) উড়ানে পাড়ি দেওয়ার সুযোগ হয়। এর আগেও সেদেশের এই জাতীয় বিমান সংস্থা পরিবেশবান্ধব কাপের ব্যবস্থা করেছিল‌ বিমানে বর্জ্যের পরিমাণ কমানোর লক্ষ্যে। এবারে আরও একধাপ এগিয়ে এমন কফি কাপের বন্দোবস্ত করল তারা যে কাপ নিজেও ভোজ্য!

এক পারিবারিক ব্যবসায়ী সংস্থা টোয়াইসের সঙ্গে চুক্তি হয়েছে নিউজিল্যান্ড এয়ারলাইন্সের। এই সংস্থা ভোজ্য কাপ বানানোয় এরই মধ্যে সুনাম অর্জন করেছে। সিএএন ট্র্যাভেল-এর প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

এই নতুন কাপের স্বাদ হবে ভ্যানিলার। এটি এমন ভাবে তৈরি যাতে কফির মতো উষ্ণ পানীয় রাখা সত্ত্বেও কোনও ভাবেই গলবে না।

বিমান সংস্থার ক্রেতা অভিজ্ঞতা সংক্রান্ত ম্যানেজার নিক্কি চেভ ‘সিএনএন'-কে বলেন, প্রতি বছর বিমানে ৮০ লক্ষ কাপ কফি পান করেন যাত্রীরা। নতুন এই কাপের প্রচলন হওয়ার পরে যাত্রীদের তরফে বেশ সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

এখানেই শেষ নয়। আরও পরিকল্পনা রয়েছে নিউজিল্যান্ড এয়ারলাইন্স ও টোয়াইস— দুই পক্ষেরই। কেবল ভোজ্য কাপ নয়, প্লেট ও ডিশেরও পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এমন কাপ-ডিশেও খাবার পরিবেশন করা হতে পারে এই বিমান সংস্থার উড়ানে।

পরিবেশ বাঁচানোর ব্যাপারে এই নতুন উদ্যোগ নিয়েছে বিমান সংস্থাটি। এর আগে জুলাই মাসে একবার ব্যবহার্য প্লাস্টিকের পাত্র ব্যবহার নিষিদ্ধ করে তারা। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more trending news


.