Delhi Pollution: দিল্লির বায়ুদূষণের কারণে নাজেহাল রাজধানীর মানুষজন
হাইলাইটস
- দিল্লিতে শুক্রবারও দূষণ পরিস্থিতির জেরে নাজেহাল মানুষ
- ১০ টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৯টিই দিল্লিতে অবস্থিত
- শুক্রবারই দিল্লিতে জোড়-বিজোড় গাড়ি চলাচলের সূত্রটি প্রয়োগ করা বন্ধ হল
নয়া দিল্লি: ক্রমশই খারাপ হচ্ছে দিল্লির দূষণ (Pollution in Delhi) পরিস্থিতি, ওই কেন্দ্র শাসিত অঞ্চলের কিছু জায়গার বায়ুদূষণের পরিমাণ (Air Pollution) একিউআই ৭০০ ছাড়িয়ে গেছে। জানা গেছে শুক্রবার দ্বারকায় দূষণের (Pollution) পরিমাণ বেড়ে, একিউআই ৯০০-রও উপরে উঠে গেছে। দেশের সবচেয়ে দূষিত ১০ টি শহরের মধ্যে ৯ টি শহরই রাজধানী দিল্লি থেকে। নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেরও একই অবস্থা। এদিকে আজই (১৫ নভেম্বর) দিল্লিতে জোড়-বিজোড় সূত্রে যানবাহন চলাচলের শেষ দিন। দিল্লির দূষণ কমাতে গত ৪ নভেম্বর থেকে এটি শুরু করা হয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য আগেই বলেছিলেন, প্রয়োজনে জোড়-বিজোড় সূত্র মেনে গাড়ি চালানোর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। অন্যদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলের বিদ্যালয়গুলি এখনও দূষণের কারণে বন্ধ রয়েছে। দিল্লির দ্বারকা, পুসা রোড, রোহিনী, সত্যবতী কলেজ প্রভৃতি অঞ্চলে সর্বাধিক দূষণের মাত্রা পরিমাপ করা হয়েছে। ফলে এখনও দূষণের জেরে নাভিশ্বাস উঠছে রাজধানীর মানুষ জনের।
Pollution Kolkata : কতটা বিষাক্ত কলকাতার আকাশ ?বিপদসীমার কতটা ওপরে কলকাতার দূষণ?
যদিও ভূ-বিজ্ঞান মন্ত্রকের বায়ু মানের উপর নজরদারি সংস্থা 'সফর' বলেছেন যে শুক্রবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে তৈরি হওয়া ঝোড়ো বাতাস বয়ে যাওয়ায় দিল্লিতে দূষণ পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 'সফর' জানিয়েছে, মঙ্গলবার দিল্লির প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ৪৮০ টি ঘটনার অভিযোগ জমা পড়েছে। ওই সংস্থা বলে, "আফগানিস্তান ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর ফলে আগামী দুদিন উত্তর-পশ্চিম ভারতে এর প্রভাব পড়বে এবং এই সময়ের মধ্যে সেখানকার বাতাসের গতি আরও বাড়বে"।
দূষণের মাত্রা বাড়ায় তাজমহলের গেটে বসানো হল দু'টি এয়ার পিউরিফায়ার যন্ত্র
'সফর' জানিয়েছে যে বায়ুদূষণের 'অত্যন্ত খারাপ' অবস্থার পরিস্থিতির ১৬ নভেম্বরের মধ্যেই উন্নতি হবে। দিল্লির মানুষজন, প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ঘটনায় নাজেহাল। দিনে দিনে সেখানে বায়ুদূষণ বাড়ছে ফলে নাভিশ্বাস উঠছে দিল্লিবাসীর। এই নিয়ে, গত ১৫ দিনের মধ্যে তৃতীয়বার দূষণের মাত্রা "জরুরি অবস্থায়" পৌঁছেছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)