हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 26, 2019

জইশ ক্যাম্পে স্ট্রাইক হল ৯০ সেকেন্ডের মধ্যে, অক্ষত অবস্থায় ফিরল বাহিনী, ১০ টি তথ্য

জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল ভারতীয় বায়ু সেনা বাহিনী। তবে অন্য কেউ নয় শুধু জঙ্গিদের খতম করতেই অভিযান চলে

Advertisement
অল ইন্ডিয়া

 ১৯৭১ সালের পর এই প্রথম সীমানা পেরিয়ে হামলা করল ভারতীয় বায়ু সেনা        

Highlights

  • জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল ভারতীয় বায়ু সেনা
  • বালাকোটের ক্যাম্পটি চালাত মৌলানা মাসুদ আজাহারের শ্যালক ইউসুফ
  • সরকারের শীর্ষ স্তরের সূত্র বলছে প্রায় ৩০০ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে
জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল ভারতীয় বায়ু সেনা বাহিনী। তবে অন্য কেউ নয় শুধু জঙ্গিদের খতম করতেই অভিযান চলে। জঙ্গিদের বেশ কয়েকটি ক্যাম্পে হামলা চলে। তার মধ্যে বালাকোটের ক্যাম্পটি চালাত জইশ- ই- মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজাহারের শ্যালক ইউসুফ আজাহার। হামলায় তার মৃত্যু হয়েছে। তবে ভারতীয় বাহিনীর কারও কোনও আঘাত লাগেনি।

এখানে রইল দশটি তথ্য:

  1. কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরের সূত্র বলছে প্রায় ৩০০ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। বালাকোট সহ  আরও  কয়েকটি ক্যাম্পের উপর হামলা  চলে। সীমান্ত থেকে এই ক্যাম্পের দূরত্ব প্রায় ৮০  কিলোমিটার। 

  2. বায়ু সেনার  ১২টি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান এই অপারেশ অংশ নিয়েছিল। রাত সাড়ে তিনটে নাগাদ চলা এই হামলায় জঙ্গি ঘাঁটির উপর প্রায়  এক হাজার কিলো বোমা ফেলা হয়েছে।

  3.  ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত বালাকোটার  ক্যাম্পে সব মিলিয়ে ছ'বার হামলা চালায় ভারতীয় বাহিনী। 

  4.  গোটা অপারেশনটাই  শেষ হয়েছে  দেড়  মিনিটেরও কম সময়ের মধ্যে।

  5.  বালাকোটার  ক্যাম্পের চেয়ে বড় সেনা  ঘাঁটি নেই জইশের। এটি  পরিচালনের দায়িত্ব ছিল ইউসুফ আজাহার নামে এক জঙ্গি। ভারতের মাটিতে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার মাস্টার মাইন্ড মৌলানা মাসুদ আজাহারের এই শ্যালকও হামলায় প্রাণ হারিয়েছে বলে সেনা সূত্রে  খবর। 

  6. Advertisement
  7. ভারত সরকারের তরফে বলা  হয়েছে কোথাও  হামলা চলান হবে তা ভারত থেকেই ঠিক করা হয়েছিল। আর সেখানে কোনও সাধারণ নাগরিকের বসতিও নেই। 

  8. হামলার কয়েক ঘণ্টা বাদে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে জইশ নতুন  করে আত্মঘাতী হামলা  করতে পারে  খবর থাকাতেই স্ট্রাইক করেছে ভারত। 

  9. বিদেশ সচিব বিজয় গোখলে জানান নতুন করে যাতে আর কোনও বিপদ না হয় তা নিশ্চিত করতেই আঘাত হানা হয়েছে।

  10. সচিব  বলেন, ভারতীয় বাহিনীর হামলায় জঙ্গি থেকে শুরু করে কমান্ডার এবং প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। 

  11.  ১৯৭১ সালের পর এই প্রথম সীমানা পেরিয়ে হামলা করল ভারতীয় বায়ু সেনা।             

 

 

 

Advertisement